ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

প্রকাশিত: ০৬:৪৮, ২২ মে ২০১৮

বাগেরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ দ-াদেশ দেন। আদালত একই সঙ্গে দ-প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। আসামিদের উপস্থিতিতে বিচারক ওই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল শেখ নামে অপর একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আদালত একই মামলার অপর একটি ধারায় আল আমিন শেখ ওরফে আলামের লাশ গুমের অপরাধে ওই দুইজনকে আরও ৭ বছর কারাদ- এবং দশ হাজার টাকা করে জরিমানা বা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেন। দ-াদেশ প্রাপ্তরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের ফাতেমা বেগম (৪৬) এবং একই গ্রামের মিরাজ উদ্দিন শেখের ছেলে শাহাজাহান শেখ (৬০)। ফাতেমা বেগম নিহত আল আমিন শেখের স্ত্রী এবং ফাতেমার কথিত প্রেমিক শাহজাহান শেখ। উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ মার্চ সকালে মোরেলগঞ্জ উপজেলার প্রয়াত আইয়ুব আলী শেখের ছেলে আল আমিন শেখ ওরফে আলাম ঢাকার কেরানীগঞ্জের তার ছেলে শেখ মোহাম্মদ আলীর বাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঢাকায় কর্মরত তার ছেলে শেখ মোহাম্মদ আলী তার বাবার সন্ধান না পেয়ে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ এই ঘটনায় নিখোঁজ আল আমিনের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান বাগেরহাটের মোরেলগঞ্জে পায়। এরপর পুলিশ আল আমিনের স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্বামীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।
×