ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ মাদক বিক্রেতাসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:৫৭, ২১ মে ২০১৮

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ মাদক বিক্রেতাসহ  নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদকের বিরুদ্ধে সারাদেশে চলছে সাঁড়াশি অভিযান। শনিবার রাত ও রবিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক বিক্রেতাসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ সময় বিপুল মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে রয়েছে দিনাজপুর, ময়মনসিংহ ও ফেনীতে তিন মাদক বিক্রেতা, যশোরে এক যুবক, টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারী ও বরিশালে এক ডাকাত। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- দিনাজপুর বিরল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, রবিবার ভোর সাড়ে তিনটায় ২নং ফরক্কাবাদ ইউনিয়নের সাপাহার এলাকায় পুলিশের টহলদল কয়েকজন মাদক ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করলে তারা অতর্কিতভাবে পুলিশের উপর গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি বর্ষণ করে। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। আটক মাদক বিক্রেতা তেঘরা নারায়ণপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র বাবু মিয়া ওরফে গাল কাটা বাবুকে (৪০) ঘটনাস্থল হতে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মাদক ব্যবসায়ীদের ককটেল বিস্ফোরণে দুই কনস্টেবল শহিদুল ইসলাম (৩০) ও আরিফুল ইসলাম (৩২) আহত হয়। আহত দুইজনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতাদের ফেলে যাওয়া ১৯৩ বোতল ফেন্সিডিল, চার ককটেল, চার সামুরাই ও একটি দেশী তৈরি রাইফেল উদ্ধার করা হয়েছে। বিরল থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালান আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহ ॥ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, মাদক ভাগাভাগি হচ্ছে- এমন খবর পেয়ে শনিবার রাত তিনটার দিকে নগরীর মাসকান্দা শনশার মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় বিপ্লব। তাকে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লবের কাছ থেকে বিপুল ইয়াবা ও হেরোইন উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। ফেনী ॥ ছাগলনাইয়া থানার পশ্চিম পাঠাননগর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩২) নিহত হয়েছে। পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাঠাননগর এলাকায় মাদক দ্রব্য আটকের জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানীরা পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন কার্তুজ, এক হাজার ইযাবা ও ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। নিহত আলমগীর পশ্চিম পাঠাননগর এলাকার আবদুস সালামের পুত্র। যশোর অফিস ॥ যশোরে দ্বিতীয় দিনের মতো কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এবার এই ‘যুদ্ধে’ হয়েছে শহরতলীর সুজলপুরে। এতে নিহত হয়েছেন ডালিম নামের এক যুবক। তার বাড়ি শহরের শংকরপুর এলাকায়। তবে ভাড়া বাড়িতে শহরের রেলগেট এলাকায় তিনি বসবাস করতেন। গুলিতে মুখমন্ডল বীভৎস আকার ধারণ করায় চেনার উপায় নেই। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ডালিম মারা গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে যে, যশোর-ছুটিপুর সড়কের আকবর মিয়ার রড ফ্যাক্টরির পাশে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসির দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ ইয়াবা, একটি ওয়ান শ্যূটারগান, এক রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর আগের রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভয়নগরের তিন মাদক ব্যবসায়ী নিহত হন। মির্জাপুর ॥ মির্জাপুর থানার টহল পুলিশ পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় অবস্থান করছিল। শনিবার রাত পৌনে দুইটার দিকে এক পিকআপ চালক পুলিশকে খবর দেন কুতুব বাজার সংলগ্ন ব্রিজের কাছে মির্জাপুর-বালিয়া সড়কে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে ছিনতাই করছে। খবর পেয়ে মির্জাপুর থানার এসআই মনিরুজ্জামান মুন্সির নেতৃত্বে পুলিশ যাত্রীবেশে একটি মুরগি ভর্তি পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছান। ছিনতাইকারীরা পুলিশের ওই পিকআপ থামিয়ে ধারালো দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছদ্মবেশী পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে গেলেও রক্তাক্ত অবস্থায় একজনকে মাটিতে পড়ে থাকেতে দেখে পুলিশ তাকে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মির্জাপুর থানার দুই এসআই মনিরুজ্জামান মুন্সি ও আলী আজম আহত হয়েছেন বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানিয়েছেন। নিহত ইমন একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। মির্জাপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বরিশাল ॥ সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি রামদা, পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে। সম্প্রতি শায়েস্তাবাদে ডাকাতির ঘটনায় বেড়ে যাওয়ায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ চরআইচা গ্রামে ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির মল্লিকের নেতেৃত্বে পুলিশ পরিদর্শক (প্রশাসন) কাজী মাহবুবুর রহমান, এসআই দেলোয়ার হোসেন নিয়ে টহল দিচ্ছিলেন। পথিমধ্যে বটতলা বাজার সংলগ্ন এলাকায় ১০/১২ জনের একটি দলকে দেখতে পেয়ে ডিবি পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে গুলি ছোড়ে। এতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হওয়ার পর আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পরে থাকতে দেখে এবং সেখান থেকে একটি রামদা, একটি দেশীয় পাইপগান ও আট রাউন্ড গুলির কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার দুপুর বারোটায় নগরীর আমতলামোড়স্থ পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যলয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন, নিহত ডাকাত সদস্য আবুল কাসেমের (৩৮) বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরে। তার (কাসেম) বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় কাউনিয়া থানায় ডিবি পুলিশ বাদী হয়ে পুলিশের প্রতি আক্রমণ, হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছেন। ডাকাত দলের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধের সময় ডিবির এসআই দেলোয়ার হোসেন পিপিএম, কনেস্টবল হাফিজুর রহমান ও রফিকুল ইসলাম ডাকাতের ছোড়া গুলিতে আহত হয়েছেন। তাদের বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×