ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ মে ২০১৮

ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ মে ॥ মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে হতভাগা এক বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন। বাবার অভিযোগ পেয়ে পুলিশ ছেলেকে আটক করে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। মাদকাসক্ত ওই ছেলের নাম সুকুমার ঘোষ (৩৫)। আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। সুকুমারের বাবা রাধেসাম জানান, সঙ্গদোষে সুকুমার মাদকাসক্ত হয়ে পড়েছে। এ থেকে মুক্ত করতে অনেক কিছুই করেছেন, কিন্তু লাভ হয়নি। মাদকের টাকার জন্য সে বাবা মাকে মারধর করতো। ঘরের আসবাবপত্র ভাংচুর করত। তাই বাধ্য হয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। কেরানীগঞ্জ মডেল থানার এএসআই এনায়েত হোসেন জানান, পিতার অভিযোগ পেয়ে ওই ছেলেকে আটক করে পুলিশ। সে ইয়াবাসেবী। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমানের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে লিখিতভাবে ঘটনা অবহিত করা হয়। স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। দ-িত সোহেলের বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার এলাকায়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা মঙ্গলবার এ রায় প্রদান করেন। জানা যায়, অভিযুক্ত সোহেল ২০১৬ সালের ১৪ জুন নগরীর বিজয় নগরের বাসায় বালিশ চাপা দিয়ে হত্যা করে স্ত্রী রুমা আক্তারকে। এ ঘটনায় রুমার বাবা কামাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গলাচিপায় আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভ ইউপি উপ-নির্বাচন স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ মঙ্গলবার অনুষ্ঠিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রিয়াদ নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শিপলু খান ধানের শীষে পেয়েছেন ২৫৩৭ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে কোন অনিয়মের অভিযোগ ওঠেনি। আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ পাঁচ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন বাদলের অকাল মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
×