ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতা

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ মে ২০১৮

৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে সবার পরিচিত প্রভাত চন্দ্র দাস বুদা। তাকে বুদা-দা নামে সকলেই চেনে। তিনি স্থানীয় উলিপুর মহারানী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে দফতরির চাকরি করে অবসরে চলে যান। এরপর থেকে তার জীবনে নেমে আসে নানা কষ্ট। স্ত্রী, বিধবা পুত্রবধূ ও একমাত্র নাতনিকে নিয়ে তার সংসার হলেও উপার্জনের কেউ না থাকায় অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। উলিপুর মহারানী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৯ বছর দফতরি পদে চাকরি করে অবসরে যান তিনি। অবসরের পর সরকারিভাবে এককালীন সামান্য কিছু অর্থ পান। তার অন্য কোন সহায় সম্পদ না থাকায় সেই অর্থ দিয়ে কোন রকমে দুই মেয়ের বিয়ে দেন। উলিপুর পৌর শহরের জোদ্দার পাড়ায় তার বাড়ি। ১৯৮৭ সালে অবসর গ্রহণের পর দীর্ঘ ৩০ বছর ধরে বৃদ্ধ বয়সে উপার্জন ক্ষমতা না থাকায় অতিকষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। উপার্জনকারী ছিল একমাত্র ছেলে প্রদীপ চন্দ্র সরকার। ২০১০ সালে কিডনি বিকল হয়ে অকালে প্রাণ হারান। বর্তমানে স্ত্রী, বিধবা পুত্রবধূ ও তার এক কন্যাসহ পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। এ অবস্থায় তিনি পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আমার সঙ্গে ওই বৃদ্ধ এখনও যোগাযোগ করেনি।
×