ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে জনকণ্ঠের রিপোর্টারকে সম্মাননা

প্রকাশিত: ০৭:০৯, ১৫ মে ২০১৮

চাঁপাইয়ে জনকণ্ঠের রিপোর্টারকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সোমবার দৈনিক চাঁপাই দৃষ্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার ছয় বরেণ্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করেছে। তারা হলেনÑ জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ডি.এম. তালেবুন নবী, রাজনীতিবিদ মরহুম আলহাজ ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার (রাজনীতি ও মুক্তিযুদ্ধ), আইনজীবী ওসমান গনি (ভাষা আন্দোলন), শিক্ষাবিদ ড. মাযহারুল ইসলাম তরু (শিক্ষা ও সংস্কৃতি), আবুল কাশেম খোকন ডাক্তার (সমাজসেবা) ও তবলাশিল্পী রইসুদ্দিন আহাম্মদ শম্ভু (যন্ত্র সংগীত)। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুাহবুবুল আলম, পৌর মেয়র নজরুল ইসলাম প্রমুখ। কুমিল্লায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ মে ॥ বিধান চন্দ্র দেবনাথ নামে এক বাহরাইন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ টাকার মাল লুটে নিয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামে এক ডাকাতকে ধরে ফেললে অন্য ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে প্রবাসী বিধান চন্দ্র দেবনাথ তার ভাই রিগান চন্দ্র দেবনাথ ও ডাকাত দেলোয়ার গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর ওই ডাকাত মারা যায়। সোমবার ভোর রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গুমকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত দেলোয়ার হাতিয়া উপজেলার আহমেদপুর গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।
×