ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই লাশ উদ্ধার

মা মেয়েসহ ৯ খুন

প্রকাশিত: ০৭:০৭, ১৫ মে ২০১৮

মা মেয়েসহ ৯ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার রাত ও সোমবার হবিগঞ্জে প্রবাসীর মা ও স্ত্রী, ভোলায় ভাইয়ের হাতে ভাইসহ দুই, গোপালগঞ্জে ভাতিজার হাতে চাচা, নারায়ণগঞ্জে স্ত্রী, সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামী পরিত্যক্তা, বাউফলে মেয়ে খুন এবং চট্টগ্রাম ও ফরিদপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ মে ॥ নবীগঞ্জের পল্লী সাদাল্লাপুরে লন্ডন প্রবাসীর মা ও স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম (৫৫) ও তার স্ত্রী রুমি বেগম (২২)। রবিবার রাত সোয়া ১১টার দিকে এই নির্মম জোড়া খুনের ঘটনা ঘটেছে। জানা যায়, ওই গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র আখলাক চৌধুরী লন্ডনে বসবাস করলেও প্রায় দু’বছর আগে তিনি একই গ্রামের কুয়েত প্রবাসী সুজন চৌধুরীর মেয়ে ও ডাঃ নজরুল ইসলামের ছোট বোন রুমি বেগমকে বিয়ে করেন। তারপর তিনি তার বৃদ্ধা মায়ের কাছে স্ত্রীকে রেখে চলে যান লন্ডনে। এদিকে আখলাক চৌধুরী লন্ডন থাকাবস্থাই গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে ওই নির্মম হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রাতের ওই সময় লন্ডনি আখলাক চৌধুরীর বাড়ির আশপাশ এলাকার গ্রামবাসীদের কানে হঠাৎ ভেসে আসে ‘আগুন আগুন’ বলে এমন সুরচিৎকার। ফলে অনেকেই ছুটে যান লন্ডনির বাড়িতে। তারা সেখানে গিয়ে দেখতে পান লন্ডনি আখলাকের বৃদ্ধা মা ও তার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। পরবর্তীতে স্থানীয় এসব লোক এই দু’জনের মৃতদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভোলা ॥ জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই এবং ছোট ভাইয়ের শ্যালককে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে। রবিবার মধ্যরাতে সদর উপজেলার বাপ্তা ভোটেরঘর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২ জনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, পৈত্রিক জমি নিয়ে মামুন এবং তার ছোট ভাই মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর ব্রিজের ওপর বড় ভাই মামুন লোকজন নিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মাসুমের সঙ্গে থাকা তার শ্যালক জাহিদ মাসুমকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। গোপালগঞ্জ ॥ মাদকাসক্ত ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা দাউদ ফকির। সোমবার সকালে সদর উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মাদকাসক্ত ভাতিজা আমির হোসেন ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, মাদকাসক্ত আমির হোসেন ফকির নেশার টাকা জোগাতে প্রায়ই তার মা-বাবাকে মারপিট করত। ওইদিন সকালে আমির তার বাবা ছলেমান ফকিরকে মারধর শুরু করলে মা সুফিয়া বেগম মারপিট ঠেকাতে আমিরের চাচা দাউদকে ডাকেন। দাউদ ফকির ঘটনাস্থলে এসে মারপিট ঠেকাতে গেলে আমির ক্ষিপ্ত হয়ে টেটা দিয়ে কুপিয়ে দাউদ ফকিরকে হত্যা করে। পরে গ্রামবাসী আমিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকায় পরকীয়া সম্পর্ক সন্দেহে স্ত্রী রোমানা আক্তার (২৪) কে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী রাজুকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। জানা গেছে, রাজধানীর ধোলাইখাল এলাকার খালেক মিয়ার ছেলে রাজু আহমেদের সঙ্গে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার রবিউল মিয়ার মেয়ে রোমানা আক্তারের আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা পশ্চিম দেলপাড়া এলাকায় হাজী আহসানুজ্জামানের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। রাজু ধোলাইখাল এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রির ব্যবসায় জড়িত। তাদের সংসারে সাত বছর বয়সের একটি পুত্র সন্তানও আছে। গত কিছুদিন আগে রোমানা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে তার স্বামী রাজু আহমেদের সন্দেহ হয়। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। রবিবার গভীর রাতে একই বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাজু ধারালো অস্ত্র দিয়ে রোমানাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে। বাউফল ॥ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হ্যাপী বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা ও তার মা হোসনেয়ারা বেগমকে (৫৮) জখম করা হয়েছে। বাউফলের বগা ইউনিয়নের রাজ নগর গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক মহিলাসহ তিন জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, জায়গা জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের সঙ্গে তার চাচাত ভাই আবুল কালাম হাওলাদার ও আবদুর রব হাওলাদার গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টার সময় আবদুর রব একটি ব্যাটারি চালিত অটোগাড়ি নিয়ে বাড়িতে প্রবেশের সময় গাড়ির ধাক্কায় তার চাচাত ভাই ইব্রাহিম হাওলাদারের ঘরের ভিটার একপাশ ভেঙ্গে যায়। এ নিয়ে ইব্রাহিম হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগমের সঙ্গে অটোচালক আবদুর রবের ঝগড়া ঝাটি হয়। এ সময় আবুল কালাম, রহিম, লতু, মালা, রেনু, শাহনাজ বেগমসহ ১০-১২ জন এসে আবদুর রবের পক্ষ হয়ে হোসনেয়ারা বেগমের সঙ্গে ঝগড়া ঝাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে আবদুর রব ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় মাকে বাঁচাতে হ্যাপী বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়। বেলকুচি ॥ সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামী পরিত্যক্তা বিউটি খাতুনকে (২০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়া মহল্লার দরিদ্র সাচ্চু হোসেনের মেয়ে। রবিবার রাতে শয়নকক্ষে ঘটনটি ঘটে। নিহতের মা কমেলা খাতুন অভিযোগ করে বলেন, বিউটি কয়েক মাস আগে স্বামী কর্তৃক ডিভোর্স হয়ে আমাদের বাড়িতেই থাকত। এই সুযোগে পাশের বাড়ির রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাকের ছেলে ১ সন্তানের জনক ফারুক হোসেন বিউটিকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ফারুকের পরিবারকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। রবিবার মধ্যরাতে ফারুক সিঁধকেটে বিউটির ঘরে প্রবেশ করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড় এলাকায় নালার ওপর থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মরদেহ। আবু সাঈদ টিপু (৩২) নামের এ হতভাগ্যের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাতিসার লুবিয়ারা গ্রামে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুর ॥ নিখোঁজের চার দিন পর বস্তাবন্দী অবস্থায় হাসান আলী শেখ (৩৭) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসান আলী শেখ ঝাউখোলা গ্রামের মোঃ ইমান আলী শেখের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলের বাবা । নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় হাসান। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
×