ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় পুলিশ দফতরে ফের আত্মঘাতী হামলা

প্রকাশিত: ০৪:৪২, ১৫ মে ২০১৮

ইন্দোনেশিয়ায় পুলিশ দফতরে ফের আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে সোমবার পুলিশ হেডকোয়ার্টারের কাছে মোটরবাইক আরোহী চার আত্মঘাতী হামলাকারীর বোমার আঘাতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার দেশটির তিন গির্জায় পরপর ‘একটি পরিবারের সদস্যদের’ হামলার পর এ ঘটনা ঘটে। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মেনগেরা বলেন, ‘দুটি মোটরবাইকে আসা চার আরোহীই এ হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীদের সঙ্গে একটি শিশু ও আট বছরের মেয়ে ছিল। মেয়েটিকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ খবর এএফপি। এর আগে রবিবার সুরাবায়ার তিনটি গির্জায় বোমা হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং আরও অন্তত ৪১ জন আহত হয়। পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালান ওই পরিবারের মা ও তার দুই সন্তান। অন্যদিকে, বাবা আরও তিন ছেলেকে নিয়ে অপর দুটি গির্জায় হামলা চালান। ২০০৫ সালের পর এটিই ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে বিবিসি। এর আগে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা ওয়াবান পুরবান্তো জানিয়েছিল, আইএস অনুপ্রাণিত জঙ্গীগোষ্ঠী জেমা আনশারুত দৌলা (জেএডি) এ হামলা চালিয়েছে। শান্তা মারিয়া ক্যাথলিক গির্জায় প্রথম বিস্ফোরণটি ঘটে।
×