ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিক পাননি কলাবাগানের ক্রিকেটাররা

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ মে ২০১৮

পারিশ্রমিক পাননি কলাবাগানের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শেষ হয়েছে অনেক আগে। দেড় মাসেরও বেশি সময় হতে চলল। অথচ এখনও কলাবাগান ক্রীড়াচক্রের ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাননি। চার ক্রিকেটার এখনও কোন পারিশ্রমিক পাননি। এদের মধ্যে আছেন একেবারে পারিশ্রমিক না পাওয়া চার ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ আশরাফুল, আবু বকর অনিক, জাসিমউদ্দিন ও সঞ্জিত সাহা দ্বীপ। বাকিরাও ৫০ শতাংশ পাননি। এমনকি দলের পারফর্মেন্স খারাপ হলে পারিশ্রমিক কেটে রাখার পর্যায়েও গেছে কলাবাগান। পারিশ্রমিক বাকি থাকায় আর কোন গতি না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয়েছেন কলাবাগান ক্রিকেটাররা। রবিবার তাই লিখিত অভিযোগ নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হন ক্রিকেটাররা। তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, জসিমউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবি কার্যালয়ে আসেন। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন। অভিযোগ জানান। লিখিত অভিযোগ জমাও দেন। কলাবাগান ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে তাসামুল বলেন, ‘দলের পারফর্মেন্স খারাপ হলে টাকা কর্তন করবে, এমন নিয়ম কোথাও নেই। এটা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়।’ সঙ্গে যোগ করেন, ‘ক্লাব বলেছে, তোমরা লিখিত দেয়ার পরে ক্লাবের সঙ্গে যোগাযোগ করে লাভ হবে না। এখন বিসিবিই তোমাদের পারিশ্রমিক প্রদান করবে। ক্লাব বিসিবিকে চিঠি দিয়েছে। বিসিবি সেটা গ্রহণ করেছে। এরপর জানাবে পদক্ষেপ। তবে কবে জানাবে, তেমন কোন নির্দিষ্ট তারিখ নেই।’ এ নিয়ে বিসিবির সিইও জানান, ‘খেলোয়াড়রা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যে ক্লাবগুলো বোর্ডের সঙ্গে কাজ করে, তারাও গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যে অভিযোগ এসেছে, তা সংশ্লিষ্ট ক্লাবের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার চেষ্টা করব।’ সঙ্গে যোগ করেন, ‘এখন পর্যন্ত আমরা একটা ক্লাবের অভিযোগ পেয়েছি এবং সেটা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের মনিটরিং সিস্টেম আছে। সেটা সম্ভব হয়, যখন কোন খেলোয়াড় আমাদের জানায়, তখনই তা নিয়ে কাজ করা হয়।’ নিয়ম অনুযায়ী লীগ শুরুর আগে পারিশ্রমিকের ৫০ ভাগ দিতে হবে। চলাকালীন সময়ে ২৫ ভাগ দিতে হবে। লীগ শেষ হওয়ার পর দিতে হবে বাকি ২৫ ভাগ। কিন্তু ৫০ ভাগ কয়েকজন পেলেও, চার ক্রিকেটার কোন পারিশ্রমিকই পাননি। তাসামুল জানান, ‘আমরা নিয়ম অনুযায়ী ৫০ শতাংশের পর ২৫ শতাংশ পাওয়ার কথা। বলা হয়েছিল খেলা শেষ হলে দেবে। টাকা কেটে নেয়ার কোন সুযোগই নেই। আমরা বিসিবিকে বলেছিলাম, আমরা বাকি ৫০ শতাংশই দাবি করছি। ক্লাব প্রত্যাখ্যান করলে আমরা বিসিবিকে জানাই।’ এখন দেখা যাক, বিসিবি কি করে।
×