ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোকসভা ॥ সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান

প্রকাশিত: ০৭:৩১, ৯ মে ২০১৮

শোকসভা ॥ সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমাসহ ৬ জনের মৃত্যুর ঘটনায় শোকসভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)। মঙ্গলবার খাগড়াছড়িতে দলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা পেলে। শোকসভায় বক্তব্য রাখেন জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা, কেন্দ্রীয় সদস্য উজ্জল চাকমা, চিত্র বিকাশ চাকমা ও রাঙ্গামাটির জেলা কমিটির সভাপতি অরাদ্ধ চাকমা। গত ৩ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট শক্তিমান চাকমা নিহত হন। পরের দিন তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের বেতছড়িতে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন নিহত হন। কক্সবাজারে জন্ম নিবন্ধন বন্ধ ৮ মাস স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ও কক্সবাজার ॥ মিয়ানারের রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফ অঞ্চলে আশ্রয় নেয়ার ঘটনায় গোটা কক্সবাজার জেলায় স্থানীয়দের জন্মনিবন্ধন কার্যক্রম প্রায় আটমাস যাবত বন্ধ রয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশী পরিচয়ে জন্মসনদ হাতিয়ে নিয়ে তা পরবর্তীতে নানা কাজে লাগাতে পারে এ আশঙ্কায় স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার এক নির্দেশে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে নির্দেশ রয়েছে। এতে করে এ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য সৃষ্টি হয়েছে দুর্ভোগ।
×