ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার

প্রকাশিত: ০৭:১৭, ৯ মে ২০১৮

বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির ভয়াল থাবায় এখনও মাঠের বাইরে নেইমার। ফরাসী জায়ান্ট পিএসজিতে যোগ দেয়ার পর অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার ছোটখাটো ইনজুরি ও অসুস্থতার মধ্যে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সর্বশেষ তার ডান পায়ের পাতার হাড় ভেঙ্গেছে, গোড়ালিও ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। এ কারণে লম্বা সময় ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ইতোমধ্যে নিজ দেশ ব্রাজিল ছেড়ে এসেছেন ক্লাব পিএসজিতে। যেখানে দলের সঙ্গে অনুশীলনও করছেন। লক্ষ্য একটাইÑ আসন্ন বিশ্বকাপ ফুটবলের আগে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা। তবে এখনও মাঠে নামার মতো অবস্থায় আসেননি নেইমার। তারপরও ফরাসী কাপের ফাইনালে ব্রাজিলিয়ান তারকা দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন পিএসজি কোচ উনাই এমেরি। মঙ্গলবার রাতেই টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় সারির দল লেস হারবিয়েরসের মুখোমুখি হয়েছে পিএসজি। এখানে জিতলে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতে বিদায় নেবেন দলটির স্প্যানিশ কোচ এমেরি। ফেব্রুয়ারির শেষদিকে মার্শেইয়ের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে ব্রাজিল অধিনায়কের ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙ্গে যায়। ব্রাজিলের সাওপাওলোতে অস্ত্রোপচারের দুইমাস পর শনিবার প্যারিসে ফিরেন নেইমার। ফিটনেস ফিরে পেতে ক্লাবের জিমে ঘাম ঝরাচ্ছেন সাবেক বার্সিলোনা ফরোয়ার্ড। পিএসজি কোচ নিশ্চিত করেছেন এখনই মাঠে নামার মতো ফিট নন নেইমার। চোটে ছিটকে গেছেন মার্কো ভেরাট্টিও। এমেরি বলেন, নেইমার তার কাজ অব্যাহত রাখবে এবং মঙ্গলবার সে দলের সঙ্গে থাকবে। আমি নেইমারের সঙ্গে কথা বলেছি কিন্তু ফরাসী কাপের ফাইনালে কিছুই করা সম্ভব না। নেইমার ও ভেরাট্টি খেলতে পারবে না। জাতীয় দল সতীর্থ নেইমারের প্রসঙ্গে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, নেইমার ভাল আছে। সে ভালভাবে সেরে উঠছে। ফরাসী কাপের ফাইনালে সে আমাদের সঙ্গে থাকবে। সে এখনও ভুগছে। আমাদের সঙ্গে অনুশীলন করা বা মাঠে নামার উপযুক্ত হয়নি এখনও। তবে বিশ্বকাপের আগে সে ভালভাবেই নিজেকে প্রস্তুত করে নেবে বলে বিশ্বাস করি। ঘাতক ইনজুরিতে পড়লেও কখনই মনোবল হারাননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন ‘বাধা আপনাকে থামাতে পারবে না। যদি একটি দেয়ালের সামনে পড়েন, হাল ছাড়বেন না। দেয়ালটা বেয়ে উঠার পথ খুঁজে বের করুন।’ মাঠের লড়াইয়েও নেইমারকে সবসময় তরতাজা দেখা যায়। সহজে হাল ছাড়েন না। ইনজুরিকেও তিনি মনোবল দিয়ে হারিয়ে দিয়েছেন। তাইতো সব শঙ্কা কাটিয়ে ফিরেছেন অনুশীলনে, অপেক্ষায় আছেন ময়দানী লড়াইয়ে নামতেও। ফুটবলই যে দেশের ধ্যান জ্ঞান, সেখানে বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে দেশ সেরা খেলোয়াড়ের খেলা নিয়ে শঙ্কা দেখা দিলে পুরো দেশই আশাহাত হবে, এটাই স্বাভাবিক। যে কারণে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ইনজুরি কিছুতেই মেনে নিতে পারেনি ফুটবল পাগল ব্রাজিল। বিশেষ করে চার বছর আগে ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে এসে দুর্দান্ত ফর্মে থাকা সেলেসাওদের নিয়ে এবার বেশ আশাবাদী সমর্থকরা। নেইমারের ইনজুরি এতটাই পুরো দেশকে ভাবিয়ে তুলেছিল যে সাধারণ জনগণ তো বটেই সংবাদ মাধ্যমেও এটা নিয়ে তুমুল আলোচনার ঝড় বয়ে যায়। স্থানীয় রেডিও ব্যান্ড নিউজ এফএম’এ এক ধারাভাষ্যকার তো বলেই ফেলেছিলেন, ‘আমরা আমাদের বিশ্বকাপ হারিয়ে ফেলেছি।’ তবে সব শঙ্কা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় নেইমার। সেই সঙ্গে ব্রাজিল ও দেশটির কোটি কোটি ভক্ত-সমর্থকও আশায় বুক বাধতে শুরু করেছেন।
×