ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৫, ৮ মে ২০১৮

পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ মে ॥ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুরসহ সারাদেশে কৃষি জমিতে ইটভাঁটি নির্মাণ, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও নদী দূষণ, বয়লারের ছাই এবং বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে সোমবার নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা শাখা। এদিন সকালে শহরের নওজোয়ান মাঠের সামনের সড়কে ঘণ্টাকাল এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বাপার নির্বাহী সদস্য বিন আলী পিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপার সদস্য এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির জেলা সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা। পুলিশ পরিচয়ে ধর্ষণ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পরিচয়ে এক গৃহবধূ (৩৫)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকায়। এ বিষয়ে সোমবার দুপুরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে রনি (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে। পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি।
×