ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন

স্থগিতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আপীল, আজ শুনানি

প্রকাশিত: ০৫:৫৫, ৮ মে ২০১৮

স্থগিতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আপীল, আজ শুনানি

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল বিভাগের চেম্বার আদালতে সোমবার আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার সংশ্লিষ্ট শাখা থেকে মামলার নথিপত্র আসতে বিলম্ব হওয়ায় চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে একই আবেদন করবেন বলে জানিয়েছেন। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিট আবেদনে হাইকোর্ট রবিবার সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করার জন্য বিএনপির মেয়র প্রার্থী দলটির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার সোমবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুমতি নেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোন আইনজীবী না থাকায় হাসান উদ্দিন সরকারের আবেদনের ওপর শুনানি পিছিয়ে মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার সীমানা-সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে জিসিসির নির্বাচন স্থগিতাদেশ দেন। একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে জারি করা প্রজ্ঞাপন এবং ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সোমবার দুপুরে আপীল বিভাগের চেম্বার আদালতে আপীল করেন গাজীপুরে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। তার পক্ষে এদিন আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আবেদনটি দায়ের করেন। এর আগে দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করার অনুমতি পান বিএনপির প্রার্থী। ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, আবেদনের জন্য হলফনামা করতে বেলা ১১টার দিকে আদালতের অনুমতি নেয়া হয়। অনুমতি নিয়ে আবেদনটি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আপীল বিভাগের চেম্বার আদালত তাকে এ অনুমতি প্রদান করেন। জাহাঙ্গীর স্থগিতের বিরুদ্ধে আবেদন করবেন ॥ গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের ওপরে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পর এবার আবেদন করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমও। সোমবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আবেদন করার কথা জানান। তিনি বলেন, যেকোন প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়। গাজীপুর সিটি উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্র চর্চা করতে চাই। গাজীপুর সিটির নির্বাচনের স্বার্থে আমি সবার কাছে সহযোগিতা চাই। এজন্য আমি হাইকোর্টেও এসেছি।
×