ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ৭ মে ২০১৮

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ মে ॥ সিংড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মামুন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ ঘটে। নিহত মামুন উপজেলার চৌগ্রামের বকুল ম-লের ছেলে। সে সিংড়া উপজেলা সদরের একটি দোকানে কর্মচারীর কাজ করত বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মামুন চৌগ্রাম থেকে একটি অটোভ্যান যোগে তার কর্মস্থল সিংড়া বাজারে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় মামুন রাস্তায় ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। দিনাজপুরে রিক্সাচালক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে রবিবার সকালে বদরুল ইসলাম দিলওয়ালা (৪৫) নামে একজন রিক্সাচালক নিহত হয়েছেন। নিহত বদরুল দিনাজপুর সদর উপজেলা বড়ইল গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার বটতলী কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রিক্সাচালক বদরুল ইসলাম দিলওয়ালা ঘটনাস্থলে নিহত হন। হক এন্টারপ্রাইজ (দিনাজপুর জ-১১-০০৪৪) নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়লে, দোকানদারসহ ৫ জন গুরুতর আহত হন। কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, আহত ইউসুফ আলী, রুবেল, জুয়েল এবং দীপসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে দীপকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৪ জন দিনাজপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। দু’ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে রাখে। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক হয়।
×