ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশিত: ০৫:৩৬, ৭ মে ২০১৮

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুত  সরবরাহের সুপারিশ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ আসন্ন রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগি, তারাবির নামাজ, ইফতার ও সেহ্রি পালনে কোন ধরনের বিঘœ সৃষ্টি না হয়, সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত রাখার সুপারিশ করেছে বিদ্যুত, জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির এই সুপারিশের সঙ্গে মন্ত্রণালয়সহ বিতরণ, সঞ্চালন ও সংযোগ স্থাপন করা বিদ্যুত প্রতিষ্ঠানগুলো একমত পোষণ করেন। তবে, এলএনজি আসায় এবার রমজানে বিপণিবিতানগুলো সীমিত আকারে আলোকসজ্জা করার সুযোগ পাবেন। কারণ বিদ্যুত পরিস্থিতি অতীতের যেকোন সময়ের তুলনায় ভাল বলে মনে করছে সংসদীয় কমিটি। রবিবার জাতীয় সংসদের স্থায়ী কমিটি কক্ষে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বৈঠকে এসব সুপারিশ জানানো হয়। বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে পৌনে ৬টায় সভাটি শেষ হয়। সভায় কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক, এম আবদুল লতিফ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে বিদ্যুত বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব, এপিএস ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×