ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যুবরাজের লজ্জার রেকর্ড, অবসর চান ভক্তরা

প্রকাশিত: ০৫:০৪, ৭ মে ২০১৮

যুবরাজের লজ্জার রেকর্ড, অবসর চান ভক্তরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভক্তরা পাশে থাকেন বলেই কঠিন সময়ে ফেরার স্বপ্ন দেখেন সেলিব্রেটিরা। এখন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বেলায় যেমন হচ্ছে। তবে বিপরীতে অভিজ্ঞতার মুখোমুখি যুবরাজ সিং। আইপিএলে অত্যন্ত বাজে পারফর্মেন্সের পর ভক্তরাই এখন তার অবসর চাইছেন। অথচ ক’দিন আগেই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক আরও একটি বিশ্বকাপ খেলার আশার কথা জানিয়েছেন। একঝাঁক তুখোড় ক্রিকেটার নিয়ে বিরাট কোহলির ভারত এখন যে দুর্দান্ত করছে সেখানে যুবির স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে দুই কোটি টাকায় যুবরাজকে কিনে নেয় প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু দলের আস্থা অর্জনে ব্যর্থ আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার মালিক। এ পর্যন্ত স্ট্রাইক রেট ৯১.৪২। আইপিএলে ৫০ বা তার বেশি বল খেলা কোন ব্যাটসম্যানের এটিই রেকর্ড সর্বনিম্ন! ৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করতে পেরেছেন মাত্র ৬৪ রান। সর্বোচ্চ ২০। গড় ১২.৮০। গত ১০ আইপিএলে এটিই যুবরাজের সবচেয়ে বাজে পারফর্মেন্স। উপলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশের বাইরে থাকলেও ইন্দোরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু এদিনও যথারীতি ব্যর্থ। ১৪ বল খেলে ১৪ রান করে আউট হন। শুধু তাই নয়। এ পর্যন্ত তার স্ট্রাইক রেট ৯১.৪২। লজ্জার রেকর্ড। আইপিএলে ৫০ বা তার বেশি বল খেলা কোন ব্যাটসম্যানের এটিই সর্বনি¤œ স্ট্রাইক রেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রোলড হচ্ছেন। খোদ ভক্তরাই চাইছেন এবার অবসরে যাক নিজেকে হারিয়ে খোঁজা এই মহাতারকা। অথচ একাদশ আইপিএলের বল মাঠে গড়ানোর আগে যুবির হাতে নেতৃত্ব তুলে দেয়ার কথা ভাবছিলেন পাঞ্জাব মেন্টর বিরেন্দ্র শেবাগ। শেষ পর্যন্ত সাহস পাননি। দায়িত্বটা পালন করছেন রবিচন্দ্রন অশ্বিন। ‘একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। ২০০০ সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ১৭-১৮ বছর হয়ে গেল। কিন্তু যাই হোক, আমি ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই। ইচ্ছাটা আমি মনেপ্রাণে লালন করে চলেছি। এরপরই অবসর নেব।’ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলছিলেন ৩৬ বছর বয়সী যুবরাজ। তার অবসর নিয়ে কম জলঘোলা হয়নি। জাতীয় দলে খেলার সুযোগ হয়নি গত বছর জুনের পর থেকে। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এখনও। ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসতে চলেছে। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবরাজ। ৩৬২ রানের পাশাপাশি ১৫টি উইকেট নিয়ে সেবার টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয়েও অবদান রেখেছিলেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি২০ খেলেছেন। সব ফরমেট মিলিয়ে ১৭টি সেঞ্চুরিসহ ১০ হাজারের ওপরে রান করেছেন। রয়েছে ১৪৮টি উইকেট। দীর্ঘ সংগ্রামের পর ফিরে গত বছর জানুয়ারিতে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে সে সময়য়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েন। কিংবদন্তিতল্য যুবরাজের শেষ ইচ্ছাটা কি পূরণ হবে, সেটিই দেখার অপেক্ষা। তবে মাঠের ক্রিজে এমন বাজে পারফর্মেন্সের পর কাজটা তারজন্য ক্রমশ অসম্ভব হয়ে উঠছে।
×