ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে গুলি আতঙ্ক

প্রকাশিত: ০৮:১৮, ৬ মে ২০১৮

শাহজালালে গুলি আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক দারোগার পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে গেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিমানবন্দরের ৮নং গেটে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও প্রচ- ভীতি ও আতঙ্ক ছড়িয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ওই গেটে এপিবিএন দারোগা আব্দুল লতিফ তার পিস্তলের গুলি চেক করছিলেন। হঠাৎ একটি গুলি ভুলক্রমে পিস্তল থেকে বের হয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। অনেকে বোমা আতঙ্কে কর্মস্থল থেকে বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আশঙ্কা ছিল অনেক। দারোগা লতিফের কয়েক গজ দূরেই দাঁড়ানো ছিল একজন কর্মচারী। তিনি অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের জন্য এপিবিএনের কাছ থেকে জবানবন্দী নিতে চাইলে তাতে রাজি হননি লতিফ। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি উর্ধতন বিভাগকে অবহিত করেছে বলে জানা যায়।
×