ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

প্রকাশিত: ০৪:২৩, ৫ মে ২০১৮

বাগেরহাটে মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চিতলমারীতে মাদক, বাল্যবিয়ে ও যৌনহয়রানিকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী। শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়াম ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন ও ইউপি চেয়ারম্যান অশোক বড়াল। অনুষ্ঠানে চিতলমারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যলয়সহ ৭টি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ শিার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় শিার্থীরা নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখায় এবং মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহকে লাল প্রদর্শন করে।
×