ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় এসে ফের এ্যাজমায় আক্রান্ত বার্নিকাট

প্রকাশিত: ০৭:৩২, ৪ মে ২০১৮

ঢাকায় এসে ফের এ্যাজমায় আক্রান্ত বার্নিকাট

বিডিনিউজ ॥ এ্যাজমা প্রায় সেরেই গিয়েছিল মার্শা বার্নিকাটের। কিন্তু তিন বছর আগে বাংলাদেশে কাজে যোগ দেয়ার তিন মাসের মধ্যে তিনি টের পান সমস্যা ফের দেখা দিয়েছে। আর এর কারণ ঢাকার দূষিত বায়ু।বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে বায়ু দূষণে ঢাকার তৃতীয় স্থানে থাকার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করার দুদিনের মাথায় বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ২০১৫ সালে ঢাকা মিশনে যোগ দেয়ার আগে এ্যাজমার জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসক দেখিয়ে এসেছিলেন তিনি। বার্নিকাট বলেন, তখন চিকিৎসক বলেছিলেন তার আর নিয়মিত ইনহেলার নেয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে নিলেই চলবে। “ঢাকায় আসার তিন মাসের মধ্যে এক রাতে আমার ঘুম ভেঙ্গে গেল, নিশ্বাস নিতে হাঁসফাঁস হচ্ছিল। তা ছিল এ্যাজমারই লক্ষণ। ফের চিকিৎসকের কাছে যেতে হলো আমাকে। “চিকিৎসক বললেন, ‘এখন মার্চ (তখন মার্চ মাস ছিল) মাস, খানেকের মধ্যে বৃৃষ্টি নামবে, বাতাস পরিষ্কার হয়ে যাবে’। তিনি ঠিকই বলেছিলেন। বৃষ্টি নামার পর আমি ভাল বোধ করতে থাকলাম।” এরপর থেকে ডিসেম্বরের দিকে এ্যাজমার সমস্যায় ভুগতে হয় বার্নিকাটকে। “আমার সেরে ওঠাটা সেভাবে হচ্ছে না। এটা আমার নিজের জন্য একটা সমস্যা, আমার স্বাস্থ্যের জন্যও সমস্যা।” বিশ্বের ৬৭টি দেশের ৭৯২টি শহরের বাতাসের মান নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।
×