ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানে ডাকাতি ॥ সাড়ে ৮৩ লাখ টাকা লুট

প্রকাশিত: ০৪:১৬, ১ মে ২০১৮

সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানে ডাকাতি ॥  সাড়ে ৮৩ লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার মদিনা টাওয়ারে অবস্থিত ইউনিলিভার ও নেসলে বাংলাদেশ নামে দুটি কোম্পানির পরিবেশক (ডিস্ট্রিবিউটর) অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মার্কেটের নিরাপত্তা প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে পরিবেশন অফিসের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২ টায়। জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত মদিনা টাওয়ারে রবিবার রাত ২ টার দিকে মুখোশধারী একদল ডাকাত পেছনের দিক দিয়ে লোহার গেটের তালা ভেঙ্গে মার্কেটের ভেতর প্রবেশ করে। এ সময় ডাকাতরা মার্কেটের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে মুখ, চোখ, হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। পরে ডাকাতরা প্রথমে ইউনিলিভার (বাংলাদেশ) কোম্পানির পরিবেশক (ডিস্ট্রিবিউটর) অফিসের তালা ভেঙ্গে প্রবেশ করে সিসি ক্যামেরাগুলো অকেজো করে ফেলে। পরে অফিসে থাকা ক্যাশ বাক্স ভেঙ্গে ৭৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে পাশে অবস্থিত নেসলে বাংলাদেশ কোম্পানির পরিবেশেক (ডিস্ট্রিবিউটর) অফিসে প্রবেশ করে তাদের ক্যাশ বাক্স থেকে সাড়ে ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক মহসিন মিয়া জানান, গত তিন দিন ব্যাংক বন্ধ থাকায় আমাদের ক্যাশ বাক্সে ৭৫ লাখ টাকা ছিল। ডাকাতরা ক্যাশ বাক্স ভেঙ্গে ৭৫ লাখ টাকা লুট করে নেয়। নেসলে বাংলাদেশের পরিবেশক মাহমুদুল হাসান জানান, ব্যাংক বন্ধ থাকায় গত তিন দিনের মাল বিক্রির সাড়ে ৮ লাখ টাকা অফিসের ক্যাশে ছিল। ডাকাতরা ক্যাশ বাক্স ভেঙ্গে সে টাকা নিয়ে গেছে। এ সময় তারা অফিসের সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে মেমোরি কার্ডসহ নিয়ে গেছে।
×