ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবহেলায় সাংবাদিকের মৃত্যু ॥ প্রতিবাদে কর্মবিরতি

প্রকাশিত: ০৪:১৪, ১ মে ২০১৮

অবহেলায় সাংবাদিকের মৃত্যু ॥ প্রতিবাদে কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ এপ্রিল ॥ নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় সাংবাদিক নাজমুল হুদার মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার প্রতীকী কর্মবিরতি এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের মুক্তিরমোড়ে প্রধান সড়কের পাশে এই কর্মসূচী পালন করে প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় তারা তাদের ক্যামেরা, ট্রাইপড, কলম, প্যাড ইত্যাদি উপকরণ রেখে তার পাশে অবস্থান গ্রহণ করেন। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। সাংবাদিকরা তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম ও আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দকে অপসারণ, নওগাঁ হাসপাতালকে জেলার প্রায় ৩২ লাখ মানুষের চিকিৎসা উপযোগী করে তোলা এবং চিকিৎসকদের চিকিৎসা সেবা দেয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, নবির উদ্দিন, এমদাদুল হক সুমন, শাহজাহান আলী, সাদেকুল ইসলাম, এএসএম রাইহান আলম, আসাদুর রহমান জয়, এম আর রকি, বেলায়েত হোসেন, শফিক ছোটন, হারুন-অর-রশিদ চৌধুরী রানা প্রমুখ।সভা থেকে পুনরায় ওই তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম এবং আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দের অন্যত্র বদলির দাবি করে ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়।
×