ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের পথে ইইউ

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ এপ্রিল ২০১৮

 মিয়ানমারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা  আরোপের  পথে ইইউ

মিয়ানমারের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়াতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এরপর দেশটির আরও কয়েক জেনারেলের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করতে পারে। ইইউয়ের কূটনীতিক ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। গত বছর মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো সামরিক অভিযানে ‘গুরুতর ও পদ্ধতিগতভাবে’ মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে অভিযুক্ত করেছে ইইউ। ওই অভিযানের কারণে মিয়ানমারের ওই অঞ্চলটি থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ইইউয়ের চলতি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ এপ্রিলে শেষ হচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো হবে। দেশটির সামরিক বাহিনীর প্রশিক্ষণও এই বর্ধিত নিষেধাজ্ঞার আওতায় পড়বে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে গত অক্টোবরে মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। রাখাইনের ওই সামরিক অভিযানকে জাতিগত নির্মূল অভিযান অভিহিত করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অপরদিকে অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ নিবিড়ভাবে পরীক্ষা করে দেখছে যুক্তরাষ্ট্র সরকার। এই পরীক্ষার ফলাফল মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনতে ব্যবহার করা হতে পারে। মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো বিষয় থাকতে পারে। মে অথবা জুন মাসের মধ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এবং নিষেধাজ্ঞার তালিকায় মিয়ানমারের মেজর জেনারেল মং মং সোসহ আরও কয়েকজন সামরিক কর্মকর্তার নাম আছে।
×