ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দারফুর স্টাইলে রাখাইনে রোহিঙ্গা নির্যাতন খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৪৭, ২৬ এপ্রিল ২০১৮

দারফুর স্টাইলে রাখাইনে রোহিঙ্গা নির্যাতন খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার। মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তদন্ত চালিয়ে নথিবদ্ধ করা হচ্ছে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, মারধরসহ তাদের ওপর অন্যান্য সহিংসতার অভিযোগ। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা জানান, বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া হাজারো রোহিঙ্গা নারী-পুরুষের সাক্ষাতকারের ভিত্তিতে অভিযোগগুলো নথিভুক্ত করার কাজ পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদফতর। গতবছর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমনপীড়নের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। যুক্তরাষ্ট্র ২০০৪ সালে সুদানের দারফুরে ব্যাপক নৃশংসতার ঘটনার যে ফরেনসিক তদন্ত চালিয়েছিল সে আদলেই মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়টির তদন্ত করা হচ্ছে। সুদানের ঘটনা তদন্তের পর যুক্তরাষ্ট্র সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার ঘোষণা দেয়াসহ সুদান সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমারের ঘটনা তদন্তে রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষাতকারগুলো নেয়া হয়েছে মার্চ এবং এপ্রিলে। ২০ জন তদন্তকারী সাক্ষাতকারগুলো নিয়েছেন।
×