ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মানুষকে ছাড়াবে রোবট

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ এপ্রিল ২০১৮

মানুষকে ছাড়াবে রোবট

আগামী ৩০ বছরেই রোবটের সংখ্যা ছাড়িয়ে যাবে সারা বিশ্বে মানুষের সংখ্যাকেও- এমনটাই মনে করছেন ড. ইয়ান পিয়ারসন। ফিউচারিজোনের প্রধান বিশেষজ্ঞ ড. ইয়ান পিয়ারসন ভবিষ্যতের পৃথিবী নিয়ে আভাস দিতে গিয়ে বলেন, ২০৪৮ সালের মধ্যে রোবটের সংখ্যা বেড়ে হবে ৯৪০ কোটি। বৈজ্ঞানিক কল্পকাহিনীর টিভি ধারাবাহিক ওয়েস্টওয়ার্ল্ড এর দ্বিতীয় সিজন শুরুর উদ্যাপন অনুষ্ঠানে পিয়ারসনের গবেষণাকে স্বীকৃতি দেয়া হয়। ২০২৮ সালের মধ্যে রোবটরা আরও বুদ্ধিমান হয়ে উঠবে - পিয়ারসনের গবেষণা থেকে এমন সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দুই হাজার ব্রিটিশ নাগরিকের ওপর চালানো জরিপে দেখা গেছে, সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ভয়ে আছেন ৭১ শতাংশ মানুষ। এছাড়াও ১০ জনের মধ্যে প্রায় ছয় জনই বিশ্বাস করেন, ভবিষ্যতে মানবসভ্যতার জন্য হুমকি হয়ে উঠবে রোবট। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী বিশ্বাস করে থাকেন, কৃত্রিম বুদ্ধির এই রোবটদের বাড়ন্ত সংখ্যা নিয়ন্ত্রণ করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হবে না। পিয়ারসনের বক্তব্যেও ছিল একই সুর। তিনি বলেন, ‘আজকের বিশ্বে রোবটের সংখ্যা সম্ভবত পাঁচ কোটি ৭০ লাখ। নিকট ভবিষ্যতে এই সংখ্যা দ্রুততার সঙ্গে বেড়ে যাবে এবং ২০৪৮ সালের মধ্যে মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে কিছু রোবট সত্যিকারের আবেগ অনুভব করতে শুরু করবে এবং আমাদের কাছে আবেগতাড়িত হয়েই সাড়া দেবে,’ বলেন পিয়ারসন। ওই জরিপ থেকে আরও জানা গেছে, রোবটরা সমাজের কর্তৃত্ব নেবে এমন ভয়ে আছেন ৪৩ শতাংশ অংশগ্রহণকারী। অপর দিকে ৩৭ শতাংশ আশঙ্কা প্রকাশ করেন, রোবটরা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এছাড়াও জরিপে অংশগ্রহণকারী ২৫ শতাংশ এমন ভীতিও প্রকাশ করেছেন যে তারা হয়ত রোবট এবং মানুষকে আলাদা করতে পারবেন না। ১৬ শতাংশ অংশগ্রহণকারী এই ভেবে আশঙ্কিত যে আগামীতে রোবটের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে মানুষ। - মিরর
×