ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি নিয়ে দ্বন্দ্ব বাড়ছে

প্রকাশিত: ০৪:০৮, ২৬ এপ্রিল ২০১৮

পরমাণু চুক্তি নিয়ে দ্বন্দ্ব বাড়ছে

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ফেডেরিক মোগেরিনি বুধবার বলেছেন, ইরানের সঙ্গে বর্তমানে সম্পাদিত পরমাণু চুক্তিটি ঠিকমতো কাজ করছে এবং এটি ‘অব্যাহত রাখা’ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ফরাসী প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি করার আহ্বান জানানোর পর তিনি ওই মন্তব্য করেন। এদিকে নতুন চুক্তির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এএফপি। মোগেরিনি বলেন, ‘ভবিষ্যতে কি হবে না হবে সেটি ভবিষ্যতে দেখা যাবে তবে বর্তমানে একটি চুক্তি ঠিকমতো কার্যকর করছে। একে এ অবস্থায় ধরে রাখা প্রয়োজন। ব্রাসেলসে সিরিয়া পুনর্গঠন বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন। ২০১৫ সালে চুক্তিটি হওয়ার পর ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ক্রমাম্বয়ে শিথিল করা হয়েছিল। ট্রাম্প জানুয়ারি মাসেই হুমকি দিয়ে রেখেছিলেন যে, তিনি ১২ মে নিষেধাজ্ঞা শিথিলের পরবর্তী আদেশে সই করবেন না। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই চুক্তির বিরোধিতা করে এসেছেন। তার মতে, এক দশকের জন্য ইরানের পরমাণু কর্মসূচী স্থগিত করা হয়েছে। তেহরান যেন আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে উঠতে না পারে তার কোন নিশ্চয়তা এ চুক্তিতে নেই। ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে না আসার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। চলতি সপ্তাহেই ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র সফর করছেন। ট্রাম্পকে তারা বোঝাতে চেষ্টা করেন তিনি যেন ২০১৫ সালের পরমাণু চুক্তি বাতিল না করেন। এ নিয়ে কথা বলার জন্য ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ওয়াশিংটন পৌঁছেছেন। শুক্রবার সেখানে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল। ট্রাম্প যেন ওই চুক্তি থেকে সরে না যান সে লক্ষ্যে ম্যাক্রোঁ প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি চান চুক্তি নিয়ে পরে যাই হোক এখন যেন সেটি বাতিল করা না হয়। মোগেরিনি ওই চুক্তির একজন জোর সমর্থক। তিনি মনে করেন, ইউরোপের নিরাপত্তার জন্য ওই চুক্তি প্রয়োজন। তিনি নতুন চুক্তির বিরোধিতা করলেও এতে নতুন সমঝোতা সংযোজন করা যেতে পারে বলে তিনি মনে করেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘আমরা সাতটি পক্ষ একসঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করেছি। এখন কেন এতে পরিবর্তন করতে হবে। এটি করার কারও অধিকার আছে? ইরানের তাব্রিজে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ট্রাম্পকে উদ্দেশ করে রুহানি বলেন, ‘আপনি কেবলমাত্র একজন ব্যবসায়ী। রাজনীতি বা আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে আপনার কোন ধারণাই নেই।’ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি বহাল রাখা এবং এতে কোন পরিবর্তন না আনার আহ্বান জানিয়েছেন। বুধবার মস্কোতে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি বিদ্যমান চুক্তিটির কোন বিকল্প নেই। রাশিয়া, ছাড়াও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও চুক্তি পরিবর্তনের ঘোর বিরোধী। এর আগে মঙ্গলবার ট্রাম্প ও ম্যাক্রোঁ পরমাণু কর্মসূচী নিয়ে নতুন একটি চুক্তি করার ইঙ্গিত দেন। ওভাল অফিসে বৈঠক শেষে হওয়া সংবাদ সম্মেলনে তারা এই ইঙ্গিত দেন। বিদ্যমান চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান ২০২৫ সাল পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে তেহরানের এ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীর স্থায়ী সমাপ্তি চান ট্রাম্প। তেহরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হবে কি না ১২ মে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প।
×