ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইপিএল

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের কাছে হারল সাকিবদের হায়দরাবাদ

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ এপ্রিল ২০১৮

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের কাছে হারল সাকিবদের হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র ৪ রানে হেরে গেছে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২০ ওভারে ৩ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ৬ উইকেটে ১৭৮-এ থামে হায়দরাবাদ। ৫১ বলে ৫ চার ও সমান ছক্কায় ৮৪ রান করে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসন। সাকিব ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় এ রান করেন তিনি। তার আগে বল হাতে ৩২ রান দিয়ে উইকেশূন্য থাকেন বাংলাদেশী তারকা অলরাউন্ডার। ইউসুফ পাঠান ৪ ছক্কায় ৪৫ রান করে আউট হন। শেষদিকে মাত্র ৪ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৭ রানের পথে জমিয়ে তুলেছিলেন রশীদ খান। যদিও হায়দরাবাদের শেষ রক্ষা হয়নি। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার দীপক চাহাল। হায়দরাবাদের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা যুৎসই করতে পারেনি চেন্নাই। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করে তারা। তবে পরের ১০ ওভারে বাজির দান উল্টে দেন আম্বাতি রাইডু। তৃতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে মাত্র ৫৭ বলে গড়েন ১১২ রানের জুটি। ইনিংসের ১৭তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন রাইডু। তবে আউট হওয়ার আগে ৯ চার এবং ৪ ছক্কার মারে মাত্র ৩৭ বলে ৭৯ রান করেন তিনি। রাইডু ফিরে যাওয়ার পরের ২০ বল থেকে আর ৩৮ রান যোগ করেন সুরেশ রায়না এবং ধোনি। তিন নম্বরে নেমে ৫ চার এবং ২ ছক্কার ৫৪ রানে অপরাজিত থাকেন রায়না। অপরপ্রান্তে মাত্র ১২ বলে ৩টি চার এবং ১টি ছক্কায় ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি। পুরো ৪ ওভারে ৩২ রান খরচ করেও উইকেট পাননি সাকিব। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন লেগস্পিনার রশীদ খান এবং পেসার ভুবনেশ্বর কুমার।
×