ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাসায়নিক তদন্ত দলকে দুমায় যেতে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৫:৩২, ২১ এপ্রিল ২০১৮

রাসায়নিক তদন্ত দলকে দুমায় যেতে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, বিদেশী মদদপুষ্ট উগ্রসন্ত্রাসীরা রাসায়নিক হামলা সম্পর্কিত আন্তর্জাতিক তদন্তকারী দলকে সিরিয়ার দুমা শহরে প্রবেশে বাধা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুমার সন্ত্রাসীরা এখনও সেখানকার বেসামরিক নাগরিক ও আন্তর্জাতিক তদন্তকারী বিশেষজ্ঞদের জন্য হুমকি। তিনি আরও বলেন, কেউ পক্ষপাতপূর্ণ তদন্ত রিপোর্ট চায় না। ওয়েবসাইট। সিরিয়ার সরকারী বাহিনী গত ৭ এপ্রিল দুমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে বলে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অভিযোগ তোলে এবং এই অজুহাতে সিরিয়ার ওপর ১৪ এপ্রিল তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরও আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউ এবং জাতিসংঘ কর্মকর্তারা রাসায়নিক হামলার ঘটনা তদন্তের জন্য সিরিয়ায় পৌঁছেছে। বুধবার আন্তর্জাতিক এই তদন্তকারী দলের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। ওপিসিডাব্লিউর পরিচালক আহমেদ উজুম্চু বলেছেন, দুমা থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে তদন্তকারী দল। সেখানে তদন্তকরীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরণের মুখে পড়েন। ফলে তারা রাজধানী দামেস্কে ফিরে যেতে বাধ্য হন। এদিকে ৭ এপ্রিল দুমায় আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়েছে ধুয়া তুলে তাকে শিক্ষা দিতে ১৪ এপ্রিল রাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একযোগে হামলার উদ্দেশ্যে সিরিয়ায় যে সব ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার মধ্যে দুটি মার্কিন ত্রুুজ মিসাইল অবিস্ফোরিত অবস্থায় পেয়েছে সিরীয় সামরিক বাহিনী। সিরিয়ার সরকার অবিস্ফোরিত ওই দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থাকে জানিয়েছে, গত ১৪ এপ্রিল সিরিয়ার ওপর ছোড়া ত্রুুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এবং দুটো ক্ষেপণাস্ত্রই স্বাভাবিক অবস্থায় আছে। ১৭ এপ্রিল এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্রটি জানায়, সিরিয়ার সামরিক বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র দুটিকে একটি বিমানে করে রাশিয়ায় পাঠিয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এ খবর নিশ্চিত করেনি। গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, ১০৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭১টিকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করেছে।
×