ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় যুবকের দাঁত উপড়ে ফেলল সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৬:০৭, ২০ এপ্রিল ২০১৮

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় যুবকের দাঁত উপড়ে ফেলল সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোনকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা রাব্বি নামে এক যুবকের দাঁত উপড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার খা-পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাব্বি উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খা-পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত রাব্বি মিয়া জানান, বেশ কিছুদিন ধরে একই এলাকার বিএম টেক্সটাইলের কর্মচারী রাজু ও শামীম রাব্বি মিয়ার বোন শ্যামলী আক্তারকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবের বিষয়টি শ্যামলী তার ভাই রাব্বি মিয়াকে জানায়। বুধবার সকালে কুপ্রস্তাবের বিষয়টি রাজু ও শামীমকে জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে রাব্বি মিয়াকে হত্যা করবে বলে হুমকি ধমকি প্রদান করেন। হবিগঞ্জে বিজিবিকে দেয়া জমির মালিকদের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ এপ্রিল ॥ ধুলিয়াখাল বাইপাস সড়কে অবস্থিত ৫৫ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান সদর দফতর স্থাপন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণকৃত অবশিষ্ট আরও ১০ ক্ষতিগ্রস্ত মালিকের মাঝে বিতরণ করা হলো ১ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭’শ ৮১ টাকা ৯৭ পয়সা। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ স্ব স্ব ভূমি মালিকের নিকট ওই পরিমাণ টাকার চেক তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, সদর ইউএনও মর্জিনা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা । এদিকে তার আগে একই স্থানে ওই দফতর স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ৪১ জন মালিকের মাঝে ৫ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৪’শ ১৯ টাকা ৫০ পয়সা তুলে দেয় জেলা প্রশাসন।
×