ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিম ছাড়ার মৌসুম ॥ হালদায় নৌযান চলাচল নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৪৮, ২০ এপ্রিল ২০১৮

ডিম ছাড়ার মৌসুম ॥ হালদায় নৌযান চলাচল নিষিদ্ধ

সংবাদদাতা, ১৯ এপ্রিল, হাটহাজারী, চট্টগ্রাম ॥ হাটহাজারী ও রাউজানের মধ্যবর্তীস্থান দিয়ে প্রবাহিত হালদা নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসনের এক নির্দেশে বলা হয়েছে, আগামী জুন পর্যন্ত নদীতে সকল যান্ত্রিক নৌযান চলাচল বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, হালদা নদী দেশের মিঠাপানির মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র। এদিকে হালদা নদীপার এলাকা ঘুরে দেখা গেছে, প্রস্তুতি হিসেবে ডিম আহরণের জন্য শত শত রেণুু সংগ্রহকারী এখন নদীপারে অপেক্ষার প্রহর গুনছে। বৃষ্টি দেখা দিলে মা-মাছ যে কোন সময় ডিম ছাড়তে পারে এমন আশা করছেন হালদার ডিম সংগ্রহকারীরা। নদীতে এখন মা-মাছের আনাগোনা ক্রমাগতই বাড়ছে।
×