ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

প্রকাশিত: ০৬:৩২, ১৮ এপ্রিল ২০১৮

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন সরকারের সাবেক সচিব আরাস্তু খান। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিলে বোর্ড সভায় তা গ্রহণ করা হয়। আরাস্তু খানের জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. নাজমুল হাসানকে। ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, মঙ্গলবার ব্যাংকের বোর্ড সভায় আরাস্তু খান পদত্যাগ করলে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. নাজমুল হাসানকে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন। কাজী আলমগীর রাকাবের নয়া ব্যবস্থাপনা পরিচালক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কাজী আলমগীর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৬ এপ্রিলের এক প্রজ্ঞাপনের পর মঙ্গলবার তিনি এ দায়িত্বগ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে কাজী আলমগীর অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ফ্রান্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
×