ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে শিশু হৃদয় হত্যায় জড়িতদের বিচার দাবি

প্রকাশিত: ০৭:১৭, ১৭ এপ্রিল ২০১৮

আড়াইহাজারে শিশু হৃদয় হত্যায় জড়িতদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পরকীয়ার জেরে শিশুপুত্র হৃদয় (৯)কে আগুনে পুড়িয়ে হত্যাকা-ের ঘটনায় অভিযুক্ত হৃদয়ের মা ও তার প্রেমিকের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা বাড়ৈপাড়া এলাকায় মানববন্ধন পালন করেছে। সোমবার দুপুরে বাড়ৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে এ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে হৃদয়ের হত্যাকা-ে অভিযুক্ত মা শেফালী বেগম ও তার প্রেমিক রাশেদুল ইসলাম মোমেনের শাস্তি দাবি করেন। মানববন্ধন বক্তারা বলেন, ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ মূল অভিযুক্ত প্রেমিক রাশেদুল ইসলাম মোমেনকে গ্রেফতার করছে না। এলাকাবাসী রাশেদুল ইসলাম মোমেনকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান। উল্লেখ্য, ১২ এপ্রিল রাতে উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগমের সঙ্গে মোমেনের পরকীয়ার জেরে শেফালীর দু’সন্তানকে হত্যার উদ্দেশে কাঁথায় মুড়িয়ে আগুন ধরিয়ে দেয়া।
×