ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৬:১১, ১৪ এপ্রিল ২০১৮

 পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ চৈত্রসংক্রান্তিতে শুক্রবার সকালে নগরীরকে নান্দনিকতায় আনতে কেন্দ্রস্থল সাতমাথা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বগুড়া নগরীর প্রতিটি এলাকায় এই পরিচ্ছন্ন অভিযান চলছে। একই সঙ্গে বিলবোর্ড, ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ঢোলক বাজিয়ে ও বণার্ঢ্য র‌্যালিতে অংশ নিয়ে এই অভিযান শুরু করেন। তিনি রবীন্দ্রনাথের কথায় বলেন ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মেরও প্রথম শুভক্ষণ।’ জেলা প্রশাসকের সঙ্গে আবর্জনা পরিষ্কারে অংশ নেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, পৌর মেয়র মাহবুবর রহমানসহ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা দলবদ্ধভাবে কয়েক ভাগ হয়ে প্রত্যেকেই বড় ঝাড়ু হাতে নিয়ে সাতটি সড়কের মাথা থেকে ভেতরের দিকে পরিষ্কার করে।
×