ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ড্রাগ সুপারকে অপসারণ দাবি

প্রকাশিত: ০৫:২৬, ১৪ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গায় ড্রাগ সুপারকে অপসারণ দাবি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৩ এপ্রিল ॥ চুয়াডাঙ্গায় ড্রাগ সুপারকে সাতদিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছে সদর উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি। শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির দফতর সম্পাদক মোঃ শাহজাহান। এ সময় কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল মজিদ জিল্লু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি আবু সাদিকুজ্জামান ও রফিকুল ইসলাম, সহসম্পাদক তৌফিকুল ইসলাম তপু, সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক, সদস্য আশাদুজ্জামান ও ডালিম হোসেন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকে সমিতি ও ওষুধ ব্যবসায়ীদের অপমানিত, নাজেহাল ও আর্থিক দন্ড খেলায় মেতেছেন। ফলে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে তার দূরত্ব বেড়ে তলানিতে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদে ১২ এপ্রিল বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরে সকল ওষুধের দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ কারণে ওষুধ ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোন অবস্থান নিতে না পেরে আমাকে টার্গেট করে এ সংবাদ সম্মেলন করেছে। ওষুধ ব্যবসায়ীদের নিয়মকানুন মেনে ব্যবসা করার কথা বললে তারা তা শোনেন না। কোন সমস্যায় পড়লে আমার ওপর দায় চাপায়। তিনি বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে করা সকল অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।
×