ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূসহ দু’জনের আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৪৮, ১৩ এপ্রিল ২০১৮

রাজধানীতে গৃহবধূসহ দু’জনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক গৃহবধূসহ দু’জন আত্মহত্যা করেছে। এদিকে খিলক্ষেতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় জন্মদিনের উপহার না দেয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে তাহামিয়া ইসলাম তন্নী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম মনিরুজ্জামান। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সখিপুরে। তিনি গেন্ডারিয়া এলাকার ৩৬ নম্বর ভবনের ৫ তলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। নিহতের দেবর ইকবাল জানান, বুধবার রাতে পাশের বাসার অন্য একজনের জন্মদিন ছিল। এ জন্য ভাবিকে দাওয়াত দিয়েছিল। কিন্তুু ভাই মনিরুজ্জামান কোন গিফট না আনায় তাদের মধ্যে ঝগড়া হয়। এতে তন্নী ভাবি অভিমান করে তার বেডরুমের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তা রাত ১টার দিকে ওই কক্ষের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তন্নী ভাবিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ঢামেক মর্গে তন্নীর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই সময় রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মুশফিকুর রহমান পায়ান (৩৭) নামে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তিনি কানন গ্রুপের নামের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাবার নাম মশিউর রহমান। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িয়ায়। তিনি রাজধানীর আদাবরের ৮নং কাঁচাবাজার এলাকার ২২/এ নম্বর বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার ২৫ নম্বর ফ্রি স্কুল স্ট্রিট (বক্স কালভার্ট) এক আত্মীয়ের বাড়ি থেকে মুশফিকুর রহমানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্যালক আশ্রাফুল আলম জানান, তার ভগ্নিপতি বিভিন্ন স্থানে অনেক টাকা ঋণ করেছিলেন। ঋণের চিন্তায় তিনি অনেক দিন ধরেই মানসিকভাবে কষ্টে ছিলেন। চিন্তিত ছিলেন। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুলাভাই মুশফিকুর রহমান ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতেন পারে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর শ্যামপুরে বিদ্যুতস্পৃষ্টে মোঃ আরিফুল ইসলাম (২৬) নামে এক তরুণ ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। নিহতের বাবার নাম মঞ্জুর কাদের দেওয়ান। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেইলপাড়া এলাকায় থাকতেন। তিন ভাই তিন বোনের সবার বড় সে। নিহতের সহকর্মী জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ১৩ নম্বর শ্যামপুর এলাকায় আরিফুল একপ্রান্ত কাজ করছিল। আর আমরা অন্যপ্রান্তে কাজ করছিলাম। পরে তার চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর খিলক্ষেতে তিনশ’ ফুট রাস্তার মোড় থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ ইদ্রিস (২৮) ও আব্দুল মতিন (৩০)। র‌্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-অপারেশন) রবিউল ইসলাম জানান, বুধবার রাতে খিলক্ষেত তিন শ’ ফুট রাস্তার মোড় থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এএসপি রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন ইয়াবা কেনাবেচা করতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
×