ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পেন বাংলাদেশের ‘বাঙালীর স্বাধীনতা ও নববর্ষ’ উদ্যাপন

প্রকাশিত: ০৭:২৫, ১৩ এপ্রিল ২০১৮

পেন বাংলাদেশের ‘বাঙালীর স্বাধীনতা ও নববর্ষ’ উদ্যাপন

সংস্কৃতি ডেস্ক ॥ পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি ‘বাঙালীর স্বাধীনতা ও নববর্ষ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি কথাসাহিত্যিক মাসুদ আহমদের সভাপতিত্বে রাজধানীর অডিট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠান দুই পর্বে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ‘বাঙালীর স্বাধীনতা ও নববর্ষ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। দ্বিতীয় পর্বে আনন্দঘন পরিবেশে লেখকরা নিজেদের রচনা থেকে পাঠ করেন। লেখকরা জঙ্গীমুক্ত ও মাদকমুক্ত সমাজ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রেসিডেন্ট কাজী রোজী এমপি, ভাইস প্রেসিডেন্ট মাহবুবর রহমান, আলী আহমদ, অধ্যাপক ড. মাসুদুজ্জামান, শাহিদা খাতুন, ঝর্ণা রহমান, শাহিদা বেগম, অধ্যাপক ড. আবু জাফর, সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান। প্রথম পর্বের মূল আলোচক কবি নূরুল হুদা বলেন, নববর্ষ বাঙালির অভিন্ন ও সমন্বয়মূলক উৎসব। ব্যক্তি বাঙালী ও সামষ্টিক বাঙালীর পরিচয় নববর্ষের প্রণোদনা ও সংজ্ঞায়নের মধ্যে নিহিত। বাঙালীর মৌলিকত্ব, অভিনবত্ব ও বিশ^জনীনতাও নববর্ষের ব্যাখ্যায় প্রতিফলিত। এ কারণে নববর্ষের চেতনাই বাঙালীর মুক্তি ও স্বাধীনতার আদি চেতনা। এ পর্বে প্রাতিষ্ঠানিক আলোচনায় পেন জার্নাল প্রকাশ, পেন এ্যাওয়ার্ড অব দি ইয়ার প্রদান, বাঙালীর ক্লাসিক্যাল সাহিত্য অনুবাদ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যের প্রসার ঘটানো, তরুণ প্রজন্মকে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকাসক্তে ধাবিত হওয়া থেকে বিরত রাখতে সিভিল সোসাইটি প্রোগ্রাম পরিচালনা করা, তরুণ লেখকদের লেখনী শক্তিকে শাণিত করার জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুর্শিদ আনোয়ার, নূর কামরুন নাহার, ফারহানা রহমান, সাহেদ মন্তাজ, ড. এসএম মোর্শেদ, গোলাম মোর্শেদ চন্দন, রাজু আলাউদ্দিন, জাহিদ বিপ্লব, মোহাম্মদ শাহাবুদ্দীন, সোহাগ সিদ্দিকী, আসলাম সিকদার, শামসুদ্দীন হিরা, সেলিম সামাদ, খায়রুজ্জামান কামাল, নাহার ফরিদ খান, জুনান নাশিত, হাসিদা মুন, ড. শামস আল দীন, দিলদার হোসেন, সুমী সিকান্দার, সরদার সেলিম রেজা, মেহেদি হাসান ও সাইফ বরকতুল্লাহ। লেখকদের আন্তর্জাতিক সংস্থা পেন ইন্টারন্যাশনাল ১৯২১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত। সাহিত্যের উন্নয়ন এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে পেন ইন্টারন্যাশনাল পৃথিবীব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে।
×