ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদে বরিশালে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৭:১৮, ১৩ এপ্রিল ২০১৮

চাঁদাবাজির প্রতিবাদে বরিশালে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস র্টানাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বাস চলাচলে চাঁদাবাজি ও ক্ষমতাসীনদের বাস চলাচলে বাধার প্রতিবাদে বুধবার দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার সব রুটেও বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। জেলা বাস মাগ্রুপের সভাপআফতাব হোসেন জানান, নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিল। কিন্তু হঠাৎ করে স্থানীয় কতিপয় প্রভাবশালী চাঁদার দাবিতে বাস চলাচলে বাধা দেয়ায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সিদ্ধান্তে বুধবার দুপুর থেকে অভ্যন্তরীণ ১৫ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা করা হয়। এরপর বিষয়টি নিয়ে সমাধানের অপেক্ষায় থাকলেও বুধবার রাত পর্যন্ত কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। ডাকাত সন্দেহে যুবক আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ এপ্রিল ॥ মিঠাগঞ্জের মেলাপাড়া গ্রামে ডাকাত সন্দেহে রাসেল বয়াতিকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার মধ্যরাতে এ ঘটনায় দশগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রাসেলের সহযোগী চো চো রাখাইন পালিয়ে যায়। পুলিশ রাসেল বয়াতিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, রাসেল একটি চোরাইচক্র এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। এর সঙ্গে মিঠাগঞ্জের তিন গডফাদারকে চিহ্নিত করেছে। তাদের দুইজন ভাড়াটে মোটরসাইকেল চালক। হঠাৎ করে কলাপাড়ার চারটি ইউনিয়নে গবাদিপশু চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণ কর্মকা- বেড়ে যাওয়ায় গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে বুধবার গভীর রাতে বহিরাগত এ চক্র অন্য এলাকায় ধরা পড়ায় মানুষ শঙ্কিত হয়ে পড়ে।
×