ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্লেকের নৈপুণ্যে হতাশ বোল্ট

প্রকাশিত: ০৬:৫০, ১৩ এপ্রিল ২০১৮

ব্লেকের নৈপুণ্যে হতাশ বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ তাকে অন্যতম উত্তরসূরি ভাবা হচ্ছিল কিংবদন্তি উসাইন বোল্টের। কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি সর্বকালের সবচেয়ে গতিধর মানবের তালিকায় দুইয়ে থাকা ইয়োহান ব্লেক। ১০০ মিটারে বন্ধুর পরাজয়ের পর তার সঙ্গে কোন কথাই বলেননি, তবে জ্যামাইকাতে গিয়ে অপেক্ষা করছেন ব্লেকের সাক্ষাত পাওয়ার জন্য। ভর্ৎসনা করতে প্রস্তুত হয়ে আছেন। ব্লেককে নিয়ে চলমান কমনওয়েলথ গেমসে আলোচনা অব্যাহত থাকার কারণে ২০০ মিটার স্প্রিন্টে কারও নজর ছিল না। তবে বিতর্ক তৈরির পর এখন সবাই মনোযোগী হয়েছেন সেদিকে। এ্যাঙ্গুইলান বংশোদ্ভূত ব্রিটিশ তারকা ঝারনেল হিউজেস স্বর্ণ জিতলেও ডিসকোয়ালিফাইড হয়েছেন। ফলে পদক নিয়ে সমাধান হয়নি। আর মহিলাদের ২০০ মিটারে জ্যামাইকার ফেবারিট এলেইন টমসন হেরেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন বাহামার শওনে মিলার-উইবো। পুরুষদের ৮০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার ওয়াইক্লিফ কিন্যামাল। পুরুষদের ১০০ মিটারের দিকে সবার মনোযোগ নিবিষ্ট ছিল। কারণ ব্লেকের প্রত্যাবর্তন। তিনি সেমিফাইনালে ১০.০৬ সেকেন্ড টাইমিং গড়ে সেরা ছিলেন নৈপুণ্যে। ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্ট ইতিহাসে সর্বকালের সবচেয়ে গতিধর মানবের তালিকায় দুইয়ে থাকা এ ২৮ বছর বয়সী জ্যামাইকানকে নিয়ে আশা ছিল উসাইন বোল্টেরও। কারণ তার দীর্ঘদিনের অনুশীলন সঙ্গী ও বন্ধু ছিলেন ব্লেক। এ কারণে গোল্ড কোস্টে দর্শক হয়ে উপস্থিত ছিলেন তিনি ১০০ মিটারে। কিন্তু ব্লেক হতাশ করেন। ফেবারিট হয়েও ফাইনালে তিনি সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিততে পেরেছেন। তার এমন নৈপুণ্যে হতাশ বোল্ট কোন কথাই বলেননি ব্লেকের সঙ্গে। তবে তিনি রাগ পুষিয়ে রেখেছেন। জ্যামাইকায় গিয়ে অপেক্ষা করবেন ব্লেকের সঙ্গে সাক্ষাত হওয়ার জন্য। এ বিষয়ে বোল্ট বলেন, আমি তাকে কোন মুঠোফোনে বার্তাও দেইনি। আমি গ্রামে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তাকে সেখানেই দেখার জন্য অপেক্ষায় থাকব। আশা করছি তখন বেশ ভাল কথোপকথন হবে।’ ব্লেক না জেতায় চরম হতাশ হয়েছেন বোল্ট। ¯œায়ুচাপে একটা প্যানিকে আক্রান্ত হয়েছিলেন বলেই জয় পাননি। আর এ বিষয়টি দারুণ রাগান্বিত করেছে বোল্টকে, ‘আমি বেশ হতাশ ব্লেক না জেতার কারণে। আমার মনে হয় ব্লেক দৌড় শুরুর পর কিছুটা হোঁচট খেয়েছে সেটা প্যানিকের কারণে হয়েছে। আর এটি সবসময়ই খুব কঠিন বিষয় নিজেকে ফিরে পাওয়ার ক্ষেত্রে।’ বোল্ট পরবর্তী জ্যামাইকার অন্যতম ভরসার নাম ছিলেন ব্লেক। প্রথম পরীক্ষাতেই তার বিফলতা হতাশ করেছে সবাইকে। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমরা আসলে এটা নিয়ে কখনও কথা বলিনি। কিন্তু আমার মনে হয় সে ব্যাপারটা ভালই বোঝে।’ পুরুষদের ২০০ মিটারে কারও নজর ছিল না। একেবারে নিভৃতেই সবার আগে শেষ করেন ব্রিটিশ তারকা ঝারনেল। তবে এরপরই আলোচনায় চলে এসেছে ২০০ মিটার। কারণ পদক দেয়া হয়নি ঝারনেলকে। তাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়েছে। নিজের লেনের প্রান্ত দিয়ে দৌড়েছেন বলেই তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে ব্রিটিশ দল থেকে এর বিরুদ্ধে আপীল করা হয়েছে। তিনি স্বর্ণপদক না পেলে তা চলে যাবে ত্রিনিদাদ ও টোবাগোর জারিম রিচার্ডসের দখলে। উত্তর আয়ারল্যান্ডের লিওন রেইড হয়েছেন তৃতীয়। মহিলাদের ২০০ মিটারে অবশ্য সবারই দৃষ্টি ছিল। কারণ ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন এলেইন টমসন ছিলেন সেখানে। কিন্তু লড়াইয়ে তিনি কপর্দকশূন্য থাকলেন। বাহামার শওনে মিলার ২২.০৯ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণপদক জিতেছেন। আর টমসনের স্বদেশী সতীর্থ শেরিকা জ্যাকসন রৌপ্য ও ইংল্যান্ডের এ্যাশার-স্মিথ ব্রোঞ্জ জিতেছেন। আর পুরুষদের ৮০০ মিটারে কেনিয়ার ওয়াইক্লিফ স্বর্ণ, ব্রিটিশ তারকা কাইল ল্যাংফোর্ড রৌপ্য জয় করেন।
×