ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজবুত অবস্থানে দক্ষিণাঞ্চল

মুশফিকের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ এপ্রিল ২০১৮

মুশফিকের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। সেই রানের জবাব দিচ্ছে বিসিবি উত্তরাঞ্চল। মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে এ জবাব দিচ্ছে। তাতে করে মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচটি ড্র’র দিকেই যেন গড়িয়ে গেছে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল অবশ্য ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে নিজেদের মজবুত অবস্থান ধরেই রেখেছে। কামরুল ইসলাম রাব্বি, আব্দুর রাজ্জাক ও নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে জেতার স্বপ্নও এখন দেখতে পারছে দক্ষিণাঞ্চল। মুশফিকের পাল্টা জবাব ॥ সাদমান ইসলামের পর মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ৫২৯ রান করে। জবাব দিতে নেমে তৃতীয়দিন মুশফিক সেঞ্চুরি করে খেলা জমিয়ে তোলেন। ১৯৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করা মুশফিকের অপরাজিত ১০১ রানে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান করে উত্তরাঞ্চল। এখনও উত্তরাঞ্চল ২৪৩ রানে পিছিয়ে রয়েছে। ফলোঅন হওয়ার সম্ভাবনা এখনও আছে। চারদিনের ম্যাচে ১৫০ রানের নিচে থাকলেই যে ফলোঅনে পড়তে হবে। তবে ম্যাচের যে অবস্থা হাতে আছে আর একদিন। এই একদিনে আজ শুরুতে উত্তরাঞ্চলের হাতে থাকা ৩ উইকেট তুলে নিতে হবে। ব্যাট হাতে আজ নামবেন মুশফিক ও তাইজুল ইসলাম (২১*)। শুধু ৩ উইকেট তুলে নিলেই হবে না, উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেটও শিকার করতে হবে। তাহলেই শুধু মধ্যাঞ্চল ম্যাচ জিতে বের হতে পারবে। নয়তো প্রথম ইনিংসে এত ভাল ব্যাটিং করেও ড্রতেই খুশি থাকতে হবে। মুশফিক যে পাল্টা জবাব দিয়েছেন তাতেই মধ্যাঞ্চলের জয়ের আশা শেষ হয়ে যেতে বসেছে। বিশেষ কিছু না ঘটলে ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে বলা যায়। শুরুতে ভালই বিপাকে পড়েছিল উত্তরাঞ্চল। ১২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল। কিন্তু মুশফিক ও আরিফুল হক (৪২) মিলে দলকে ২০৭ রানে নিয়ে যান। ধস থেকে নিজেদের রক্ষা করেন। শেষ পর্যন্ত মুশফিক টিকেই থাকেন। তাতে উত্তরাঞ্চল হারের শঙ্কা থেকে নিজেদের মুক্ত করার পথ যেন খুঁজে পায়। রাব্বি, রাজ্জাক, নাঈমের দুর্দান্ত বোলিং ॥ প্রথম ইনিংসে তুষার ইমরানের সেঞ্চুরিতে ৪০৩ রান করে দক্ষিণাঞ্চল। বড় স্কোর গড়ে। এই রানের জবাব দিতে গিয়ে দ্বিতীয়দিন ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করেছিল পূর্বাঞ্চল। ৩০৮ রানে পিছিয়ে থাকে। তৃতীয়দিন দ্রুতই ধস নামে বলা চলে। ৩০০ রান করতেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। তাতে ১০৩ রানে পিছিয়ে পড়ে। কামরুল ইসলাম রাব্বি (৪/৯৩), আব্দুর রাজ্জাক (৩/৬৮) ও নাঈম হাসানের (৩/৯৭) বোলিং নৈপুণ্যেই পূর্বাঞ্চলের এ হাল হয়। তবে আরও বিপদ আসত, যদি ১২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর জাকের আলী (৭৬) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৭৫*) হাল না ধরতেন। দুইজন মিলে যে ১১৪ রানের জুটি গড়ে দলকে ২৪০ রানে নিয়ে গেছেন, তাতেই এতদূর যেতে পারে পূর্বাঞ্চল। সাইফউদ্দিন শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ৩০০ রানে নিয়ে গেলেও বাকিরা পারেননি টিকে থাকতে। এরপর দক্ষিণাঞ্চল ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৪২ রান স্কোরবোর্ডে জমা করতেই দিন শেষ হয়। আজ ম্যাচের চতুর্থদিনে তুষার ইমরান (৪৬*) ও সৌম্য সরকার (২৯*) ব্যাট হাতে নামবেন। দক্ষিণাঞ্চল ২৪৫ রানে এগিয়ে থাকাতে সুবিধাজনক স্থানেই আছে। স্বাভাবিকভাবেই আজ দ্রুত রান তোলার চেষ্টা করে ইনিংস ঘোষণা করবে দক্ষিণাঞ্চল। এরপর পূর্বাঞ্চলকে অলআউট করার চেষ্টা করবে। তা করতে পারলেই দক্ষিণাঞ্চল জয়ের মুখ দেখতে পারে। সেই সম্ভাবনা আছেও। স্কোর ॥ তৃতীয়দিন শেষে মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-বগুড়া ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ ৫২৯/১০; ১৭৪.১ ওভার (মার্শাল ১৩২, সাদমান ১০৭, সাইফ ৯৪, মোশাররফ ৮৩*, তানভির ৪৬; আরিফুল ৪/৭৯)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ ২৮৬/৭; ৮৬ ওভার (মুশফিক ১০১*, শান্ত ৪৫, আরিফুল ৪২, তাইজুল ২১*; এবাদত ৩/৫৮)। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ-সিলেট ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ৪০৩/১০; ১০৪.৪ ওভার (তুষার ১৩০, রাব্বি ৮৯, দেলোয়ার ৬৩, সোহান ৪৪*; খালেদ ৪/৮৪) ও দ্বিতীয় ইনিংস ১৪২/৩; ৩২ ওভার (তুষার ৪৬*, রাব্বি ৪২, সৌম্য ২৯*; আশরাফুল ২/২৩)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ দ্বিতীয় দিন ৯৫/৩; ৩৩ ওভার (লিটন ৬০*, আফিফ ১৪, আশরাফুল ১২; রাব্বি ২/৩৩) ও তৃতীয়দিন ৩০০/১০; ৯৫.৫ ওভার (জাকের ৭৬, সাইফউদ্দিন ৭৫*, লিটন ৭৫; রাব্বি ৪/৯৩, রাজ্জাক ৩/৬৮, নাঈম ৩/৯৭)।
×