ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ এপ্রিল ২০১৮

উৎসবমুখর পরিবেশে দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া খুলনায় ওয়ার্ড কাউন্সিলর পদে ১৮৯ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৮ এবং গাজীপুরে কাউন্সিলর পদে ৩৮৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবর স্টাফ রিপোর্টারের পাঠানোÑজানা গেছে, আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য খুলনা সিটি কর্পোরেশন (খুসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সদ্য পদত্যাগকারী সংসদ সদস্য, সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির মনোনীত প্রার্থী খুলনা মহানগর কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু মনোয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার নগরীর নূরনগর এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং আফিসার মোঃ ইউনুচ আলীর কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মেয়র পদে এদিন মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির (এরশাদ) নগর শাখার সদস্য সচিব এস এম শফিকুর রহমান মুশফিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক। এর আগে মঙ্গলবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিবির মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। এছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে ১৮৯ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্ররা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সকাল থেকেই প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকদের গাড়ি ভাড়া করে লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিস জেলা শহরের রথখোলার বঙ্গতাজ অডিটরিয়ামের দিকে ছুটতে থাকে। এ সময় প্রার্থীদের ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক নিয়ে মিছিল ও সমাবেশ করে তাদের কর্মী-সমর্থকরা শোডাউন করেছে। দুপুর না গড়াতেই প্রার্থীদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে আশপাশের এলাকাসহ পুরো শহর সরগরম হয়ে উঠে। সৃষ্টি হয় যানজটের। রিক্সা পর্যন্ত চলার উপায় ছিল না। এ যেন ছিল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মহোৎসব। গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে শেষ দিন পর্যন্ত মোট ৩৯১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে মোট ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯টি কাউন্সিলর পদের জন্য ৮৭ ও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিল প্রার্থীরাও উৎসবমুখর পরিবেশে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার মেয়র পদের ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর আগে জাসদ মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আব্দুল হাদী শামীম, মোঃ মুজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফিকুল আলম বাবুল, আব্দুর রউফ নয়ন, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতিসহ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম বক্তব্য দিতে গিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর ও বাসযোগ্য মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ সময় তার সঙ্গে বিএনপির ঢাকা বিভাগীয় সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সায়েদুল আলম বাবুল, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, ডাঃ মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী ও সোহরাব উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসান উদ্দিন সরকার তার মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সকলের সহযোগিতা চান এবং এই নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রূপান্তরের কথা বলেন। সেই সঙ্গে তিনি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ রকিব উদ্দিন ম-ল বলেন, আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে মনোনয়নপত্র দাখিল করার সময় কোন প্রার্থীর সঙ্গে যেন পাঁচজনের বেশি লোক না আসে। তারপরও পুলিশ-ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি কোথাও যাতে কেউ আচরণবিধি লঙ্ঘন না করেন। আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এজন্য আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছি, আচরণবিধি বিলি করছি, মাইকিং দিচ্ছি, প্রশাসনও চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
×