ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার আসামি গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৭:০০, ১২ এপ্রিল ২০১৮

হত্যা মামলার আসামি গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর দোলখোলায় শিপ্রা রানী কু-ু হত্যা মামলার আসামি মিলন গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার দেয়া তথ্য অুনযায়ী তার বাড়ির পানির ট্যাঙ্কির মধ্য থেকে একটি বিদেশী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মিলন গাজীকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ শেষে রাত দেড়টার দিকে নগরীর খ্রীস্টানপাড়া এলাকার বসতবাড়ির পানির ট্যাঙ্কির মধ্য থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। মিলন দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে পালিয়ে ছিল। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সকালে নগরীর দোলখোলা এলাকায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন পূজার ফুল কিনতে আসা গৃহবধূ শিপ্রা রানী কু-ু। মিলন গাজী এ হত্যা মামলার আসামি। শেরপুরে দেয়াল চাপায় গৃহবধূ নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ এপ্রিল ॥ ঝিনাইগাতীতে মাটির ঘরের দেয়াল চাপায় মমেতা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার পূর্বধানশাইল গ্রামে ওই ঘটনা ঘটে। মমেতা উপজেলার চাপাঝোড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। জানা যায়, মমেতা বেগম মঙ্গলবার বিকেলে পূর্বধানশাইল গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান। বুধবার ভোরে তিনি নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হলে একটি পরিত্যক্ত মাটির ঘরের জরাজীর্ণ দেয়ালে ঠিকে দেয়া বাঁশের সঙ্গে ধাক্কা খান। এতে বাঁশটি সরে গিয়ে দেয়ালটি তার ওপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
×