ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুয়াহাটিতে আবাহনীর দুর্দান্ত জয়

প্রকাশিত: ০৬:৩২, ১২ এপ্রিল ২০১৮

গুয়াহাটিতে আবাহনীর দুর্দান্ত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ খাদের কিনারা থেকে উঠে আসতে হলে জিততেই হবে। আর সেই পরম ও স্বস্তির জয়টাই কুড়িয়ে নিল ঢাকা আবাহনী লিমিটেড। এএফসি কাপের ‘ই’ গ্রুপে টানা দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরে যাওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে অবশেষে কাক্সিক্ষত জয়ের দেখা পেল বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা। বুধবার ইন্দিরা গান্ধী এ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক ভারতের আইজল ফুটবল ক্লাবকে দাপটের সঙ্গে খেলে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আবাহনী। খেলার প্রথমার্ধেই সব গোল হয়। আবাহনীর পরের ম্যাচ আগামী ২৫ এপ্রিল, ঢাকায় নিজেদের মাটিতে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে)। আগের দুই ম্যাচে স্ট্রাইকারদের উপর্যুপরি ব্যর্থতায় হারতে হয়েছিল। সেই ম্যাচ দুটোর ভুল থেকে বেশ ভালভাবেই শিক্ষা নিয়েছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা। যার প্রমাণ নিজেদের রক্ষণদুর্গ ভালমতো সামলে রেখে আক্রমণ করা এবং তাতে একাধিকবার সফল হওয়া। এ জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থার কোন পরিবর্তন হয়নি। আবাহনী আছে আগের মতোই, তৃতীয় স্থানে। ৩ খেলায় তাদের সংগ্রহ ২ পয়েন্ট। এটিই তাদের প্রথম জয়। আগেরদিন ভারতের বেঙ্গালুরু এফসি ১-০ গোলে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবকে হারিয়ে ৩ খেলার প্রতিটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আগের শীর্ষ স্থানটিই ধরে রেখেছে। রেডিয়েন্টর তৃতীয় খেলায় এটি প্রথম হার। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। এছাড়া আইজল (ভারতের পেশাদার ফুটবল লীগ ‘আই লিগ’-এ গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা)। ৩ খেলার সবই হেরেছে। ফলে পয়েন্টশূন্য তারা। আছে আবাহনীর নিচে। এই আসরে টিকে থাকতে হলে আইজল এফসির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আকাশী-নীল জার্সিধারীদের। এই অবস্থায় সাফল্যের জন্য ফরোয়ার্ডদের দিকেই তাকিয়ে ছিল দলটি। দলে ফেরেন ইনজুরি ও সাসপেন্ড থেকে ফিরে আসা ইমন বাবু ও সানডে চিজোবা। রুবেল মিয়া, ইমন বাবুর পাশাপাশি দুই মাস পর দলে ফেরেন নাসিরও। দুর্দান্ত খেলেন প্রত্যেকেই। এর আগে নিউ রেডিয়েন্ট এবং বেঙ্গালুরুর কাছে ০-১ গোলে হেরেছে আবাহনী। আইজল হারে নিউ রেডিয়েন্টের কাছে ১-৩ এবং বেঙ্গালুরুর কাছে একই ব্যবধানে। আবাহনীর বয়স ৪৬। সব ধরনের ট্রফি জিতেছে তারা ৩৭ বার। এএফসি কাপে এ নিয়ে দু’বার অংশ নিচ্ছে। গত বার গ্রুপ পর্ব থেকেই বিদায়। কখনই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। পক্ষান্তরে আইজলের বয়স ৩৪। সব ধরনের ট্রফি জিতেছে তারা ৪ বার। এএফসি কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে। বুধবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়ে যায় আবাহনী। নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের পাস থেকে বক্সের ভেতর বা দিক থেকে রুবেল মিয়া ডান পায়ের জোরালো শটে আইজল গোলরক্ষক লালামপুইয়াকে পরাস্ত করে জালে বল জড়িয়ে উল্লাসের এনে দেন আবাহনীকে (১-০)। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। কর্নার থেকে পাওয়া বলে বক্সের খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদুকাকু এ্যালিসন (২-০)। ৩৭ মিনিটে আবারও গোল আবাহনীর। প্রতিপক্ষের বক্সের মধ্যে নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার কাছ থেকে হেডের পাস পেয়ে বক্সের মাঝ থেকে ডান পায়ের তীব্র শটে জাল কাঁপান জাপানী মিডফিল্ডার সেইয়া কোজিমা (৩-০)। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ করে এবং একাধিক গোলের সুযোগ সৃষ্টি করে।
×