ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরফরাজ আহমেদ

কোহলিদের আচরণ নিয়ে সরফরাজের প্রশ্ন

প্রকাশিত: ০৬:৫৮, ১০ এপ্রিল ২০১৮

কোহলিদের আচরণ নিয়ে সরফরাজের প্রশ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ সত্যি কথা যেমনই হোক, সেটি বলতে সরফরাজ আহমেদের জুড়ি নেই। পাকিস্তান অধিনায়ক এবার সরাসরিই আক্রমণ করলেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয়রা গালাগাল করলেও সেটা নিয়ে কিছু হয় না, এমন ক্ষোভ তার। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক’দিন আগে শেষ হওয়া টেস্ট সিরিজের সময় কোহলি মাঠে বাজে ভাষা ব্যবহার করেছিলেন, স্ট্যাম্প মাইক্রোফোনেও সেটি ধরা পড়ে। সম্প্রতি পাকিস্তানে এক নিউজ চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে এই প্রসঙ্গে ভারতীয়দের একেবারে ধুয়ে দিয়েছেন সরফরাজ। তিন ভার্সনের পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘এটাই ব্যাপার। যখন কোহলি এমন বলে, মানুষ পছন্দ করে। কিন্তু যখন আমরা বলি, মানুষ বলে- দেখুন তারা গালাগাল করছে। জনাব, তারাও প্রচুর গালাগালি করে। এমনকি সাধারণ কথা বলতে গেলেও তারা গালি দেয়। আমরা ধোনিকেও এমন করতে দেখেছি।’ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে পাকিস্তান। ওই ম্যাচে ভারতীয় গালি দেয়ার সুযোগই পায়নি উল্লেখ করে সরফরাজ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তাদের এসব ভাবারই সুযোগ দেইনি। ফাখর জামান ১০-১৫ ওভারেই ম্যাচটা তাদের হাত থেকে নিয়ে নেয়।’ সম্প্রতি কাশ্মীর ইস্যুতে অত্যন্ত দৃঢ়চেতা বক্তব্য দিয়ে ভারতীয়দের রোশানলে পড়েছেন শহীদ আফ্রিদি। তবে কাশ্মীরে সাধারণ মানুষের ওপর ভারতীয় সেনাবাহিনী যে বর্বোরচিত আচরণ করছে, সাবেক অধিনায়ক তার এমন অবস্থান থেকে একচুলও সরে আসেননি। সরফরাজ যদিও এ নিয়ে কোন মন্তব্য করেননি।
×