ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে

প্রকাশিত: ০৫:০৪, ৯ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টিল ও এ্যালুমিনিয়াম পণ্যে শুল্কারোপ ঘোষণায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে দ্বন্দ্বের শুরু তার উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। একের পর এক হুমকি দিচ্ছে উভয়পক্ষ। যে কোন সময় জড়াতে পারে বাণিজ্যযুদ্ধে। তবে এখনও দর কষাকষি পর্যায়ে ওয়াশিংটন ও বেজিং। কার্যকর হয়নি স্টিল ও এ্যালুমিনিয়াম পণ্যের শুল্কও। তবে তৃতীয় দফায় ১০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর প্রতিবাদে নিজেদের কঠোর অবস্থানে থাকার ঘোষণা বেজিংয়ের। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গেল ফেব্রুয়ারিতে স্টিল ও এ্যালুমিনিয়াম পণ্যে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে মার্কিন পণ্যে শুল্কারোপের হুমকি দেয় বেজিং। তৈরি হয় পণ্যের পাল্টাপাল্টি তালিকা। বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব মোড় নিচ্ছে বাণিজ্যযুদ্ধের দিকে। তাদের অভিমত, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। তবে চীনের অর্থনীতি থাকবে অনেকটাই স্থিতিশীল।
×