ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য বেয়ার্নের টানা ছয় শিরোপা

প্রকাশিত: ০৪:২৯, ৯ এপ্রিল ২০১৮

অপ্রতিরোধ্য বেয়ার্নের টানা ছয় শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ জিতলেই চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। পরিসংখ্যানটা আগে থেকেই জানা ছিল রোবেন-মুলারদের। তাই সুযোগটা আর হাতছাড়া করলেন না জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। যে কারণেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পরও শনিবার তারা ৪-১ ব্যবধানে হারাল অগসবার্গকে। সেই সঙ্গে টানা ষষ্ঠবারের মতো লীগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলো জার্মান জায়ান্টরা। গত মৌসুমেই জার্মানির ঘরোয়া লীগের এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেয়ার্ন মিউনিখ। এবার ছিল নিজেদেরই ছাড়িয়ে যাওয়ার হাতছানি। সেই লক্ষ্য নিয়েই শনিবার অগসবার্গের মাঠে খেলতে যায় বেয়ার্ন। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে জাপ হেইঙ্কেসের দল। নিকলাস সুলের আত্মঘাতী গোলে প্রথমার্ধের ১৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সফরকারীরা। প্রথমার্ধের ৩২ মিনিটে কোরেন্টিন তোলিসোর গোলে সমতায় ফিরে বেয়ার্ন। ৩৮ মিনিটে জেমস রড্রিগেজের গোলে এগিয়ে যায় জাপ হেইঙ্কেসের শিষ্যরা। এর ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখে বেভারিয়ানরা। ৬২ মিনিটে দারুণ এক গোল করে বেয়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন আরিয়েন রোবেন। ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট তখন স্বাগতিকদের জালে বেয়ার্নের চার নম্বর গোলটি করেন সান্দ্রো ওয়াগনার। আর তাতেই বুন্দেসলিগার রেকর্ড টানা ষষ্ঠ শিরোপা নিশ্চিত হয়ে যায় বেয়ার্ন মিউনিখের। সেই সঙ্গে জার্মান বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ ২৮তম শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে হেইঙ্কেসের উত্তরসূরিরা। তবে পাঁচ ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় ট্রফিটা এদিন হাতে পাননি রিবেরি-মুলাররা। সে জন্য অবশ্য উদযাপনের কোন ঘাটতি ছিল না বেয়ার্নের। বরং নকল ট্রফি নিয়েই উৎসবের জোয়ারে ভেসেছিল জাপ হেইঙ্কেসের দল। তবে বেয়ার্নের কোচ জানালেন পরবর্তীতে আয়োজন করে উৎসবে মাতবে তারা। এ বিষয়ে তিনি বলেন, ‘না, আমরা এখনই শিরোপা জয়ের উদযাপন করতে চাই না। তবে সকলেই শিরোপা জয়ের সময়টা উদযাপন করতে চাইছে। তারপরও সকলের অনুরোধে ড্রেসিংরুমে ছোট করে আমরা শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছি। ফ্রাঙ্ক রিবেরির এটি অষ্টম শিরোপা জয়ের উদযাপন, আবার সুলে ও সেবাস্তাতিয়ান রডির এটি প্রথম শিরোপা। তাই দলের খেলোয়াড়দের মধ্যে শিরোপা জয়ের আনন্দ অনেক বেশিই। তারপরও মৌসুম শেষেই আমরা বড় করে শিরোপা জয়ের আনন্দ করব।’ শনিবার অগসবার্গকে হারানোর ফলে বেয়ার্ন মিউনিখের পয়েন্ট দাঁড়ায় ২৯ ম্যাচ থেকে ৭২। আর সমানসংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শালকে। বাকি থাকা সবগুলো ম্যাচ জিতলেও বেয়ার্নকে ধরতে পারবে না শালকে। যে কারণেই পাঁচ ম্যাচ আগে শিরোপা নিশ্চিত হয় বেয়ার্নের। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব বেয়ার্ন। লীগ ইতিহাসের সর্বোচ্চ ২৮ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১২-১৩ মৌসুম থেকে তো জার্মানির প্রথম দল হিসেবে টানা ছয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বেয়ার্ন মিউনিখ। মিউনিখের শিরোপা জয়ের রাতে নিজেদের ২৯তম ম্যাচে হারের স্বাদ নিয়েছেন শালকে। হামবুর্গ এসভির কাছে এদিন তারা ৩-২ গোলে হেরে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লীগ শিরোপা নিশ্চিত করার পর বেয়ার্ন মিউনিখের চোখে স্বপ্ন এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। ইউরোপ সেরার এই টুর্নামেন্টেরও মুকুট পরতে চায় তারা। এ প্রসঙ্গে অগসবার্গকে হারানোর পরই জাপ হেইঙ্কেস বলেন, ‘এখন আমাদের ফোকাস দিতে হবে চ্যাম্পিয়ন্স লীগে। দ্বিতীয় লেগের ম্যাচ এ সপ্তাহেই। তাই যত দ্রুত সম্ভব দ্বিতীয় লেগের ম্যাচের জন্য নিজেদের মনোনিবেশ করতে হবে।’ ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রয়েছে বেয়ার্ন। দ্বিতীয় লেগে তাই জয় পেলেই সেমিফাইনালের টিকেট কাটবে জাপ হেইঙ্কেসের শিষ্যরা। সেই লক্ষ্য নিয়েই আগামী বুধবার দ্বিতীয় লেগে স্পেনের জায়ান্ট ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে রিবেরি-মুলাররা।
×