ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক দাবিতে ৪০ কিমি মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৩, ৮ এপ্রিল ২০১৮

নিরাপদ সড়ক দাবিতে ৪০ কিমি মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ৭ এপ্রিল ॥ সীতাকুণ্ডে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন পালন করেছে সমগ্র উপজেলা স্কুল, কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০টি ইউনিয়নের একযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নগরীর সিটি গেইট থেকে বড়দারোগারহাট প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে শান্তিপূর্ণ এ মানববন্ধন পালন করে। মহাসড়কের পথ যেন না হয় মৃত্যুর- এ পথ যেন হয় শান্তির, মহাসড়কে দুর্ঘটনা আর কোন মৃত্যু চাই না, নিরাপদ ও ঝুঁকিমুক্ত মহাসড়ক চাই এই স্লোগান নিয়ে সীতাকু-বাসী শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেন ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। জানা যায়, সড়ক মন্ত্রণালয় থেকে রুল জারি করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বাইশটি মহাসড়কের দুর্ঘটনায় সিএনজি চলিত তিন চাকার সিএনজি অটোরিক্সা (বেবি টেক্সি) বন্ধ করা হয়। পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগ কমাতে সেইফ লাইন নামক রুটনং ৮ অংলকার টু সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড টু বারৈয়ারহাট উক্ত গাড়িগুলো যাত্রী নিয়ে যাতায়াত অব্যাহত রাখে। গাড়ি নামক এ সেইফ লাইন বর্তমানে ডেইথ লাইন নামে সীতাকু- জুড়ে পরিচিতি লাভ করেছে। বিআরটিএ অনুমোদন ও লাইসেন্সবিহীন এ রুটনং-৮ যানবাহনগুলো মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যাওয়া, যততত্র পার্কিং, অতিদ্রুত গাড়ি চালানো, এই গাড়িগুলো সড়ক দুর্ঘটনায় মহামারিতে রূপ নিয়েছে। বিগত তিন মাস ধরে মরণ গণসংখ্যা সূচক বৃদ্ধি করে চলছেই। তিন মাসে প্রায় ৩৬ জন নিহতসহ আহত হয়েছে দুই শতাধিক এবং বিগত ২০১৭ সালে নিহত হয়েছে ১৪৫ জন। সর্বশেষ সীতাকুণ্ড ছোট কুমিরা এলাকাস্থ রোজ গার্ডেন একাডেমির ৫ম শ্রেণীর ছাত্রী জারিফা সেইফ লাইন দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেন। তার পূর্ববর্তী অনেক দুর্ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ড বাসীর টনক নড়েচড়ে বসে। তাই সড়কের নিরাপদ যাত্রীদের যাতায়াতের নিরাপত্তা বিধানে, মহাসড়ক থেকে অপরিকল্পিত দুর্ঘটনা নিরসনে দাবি জানিয়েছে। সীতাকু-বাসী ও হাজার হাজার বিভিন্ন বয়সের শ্রেণীর মানুষের উপস্থিতিতে মানববন্ধন সফল করায় ধন্যবাদ জানায় মানববন্ধন কমিটির আহ্বায়ক কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মানববন্ধন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খুরশেদ আলম, সীতাকু- প্রেসক্লাব সভাপতি মেজবা উদ্দিন মিঠু ও সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন।
×