ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪শ’ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা ভাতা প্রদান

প্রকাশিত: ০৪:৩১, ৮ এপ্রিল ২০১৮

৪শ’ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা ভাতা প্রদান

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ,৭ এপ্রিল ॥ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩শত ৯৯ মুক্তিযোদ্ধাকে ৫ লাখ ৮৬ হাজার টাকার চিকিৎসা ভাতা ও ২৭ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে চিকিৎসাভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ । প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ এপ্রিল ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ কেন্দ্রে শনিবার এইচএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদ- প্রদান করে। দ-িতরা হলো, উপজেলার ভা-ারদহ গ্রামের রবীন্দ্রনাথ সিংহের ছেলে শংকর চন্দ্র সিংহ (২০)। সে একই উপজেলার ভোটপাড়া গ্রামের কোরত চন্দ্র সিংহের ছেলে ও লাহিড়ী ডিগ্রী কলেজের ছাত্র সুবোধ কুমার সিংহ (রোল নং-৮৩৭২২০) এর পরিবর্তে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ডাক্তারপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র জুয়েল রানা (১৮)। সে একই গ্রামের হবিবর রহমানের ছেলে ও বালিয়াডাঙ্গী সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র আনারুল ইসলাম (রোল নং-৮৩৭০৮৭) এর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল।
×