ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার প্রতিপক্ষ আজ লেগানেস

প্রকাশিত: ০৪:২১, ৭ এপ্রিল ২০১৮

বার্সিলোনার প্রতিপক্ষ আজ লেগানেস

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে হারানোর পর আজ আবারও মাঠে নামছে বার্সিলোনা। স্প্যানিশ লা লিগায় ৩১তম রাউন্ডের ম্যাচে বার্সার প্রতিপক্ষ লেগানেস। লা-লিগায় আগের ম্যাচেই সেভিয়ার সঙ্গে ড্র করে বার্সা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত ৩০ ম্যাচে অংশ নিয়ে ২৩ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে লা-লিগায় পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বার্সিলোনা। কিন্তু সর্বশেষ ম্যাচে হোঁচট খায় তারা। সেভিয়ার মাঠে অতিথি হিসেবে খেলতে গিয়ে ২-২ গোলে ম্যাচ ড্র করে বার্সিলোনা। লা-লিগায় ড্র করলেও জয়কে সঙ্গী করেই লেগানেসের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি। গেল বুধবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব এস রোমাকে ৪-১ গোলে হারায় বার্সা। এই জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে তারা। চ্যাম্পিয়ন্স লীগের জয়কে পুঁজি করেই লা-লিগায় জয়ের স্বাদ নেয়ার আশা ব্যক্ত করলেন বার্সিলোনার মিডফিল্ডার ইভান রাকিটিচ। তিনি বলেন, ‘সেভিয়ার সঙ্গে ড্র’টি ছিল দুভার্গ্যজনক। নিজেদের ছোট ছোট ভুলেই আমরা জিততে পারিনি। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। তবে পয়েন্ট হারানোয় আমাদের আত্মবিশ্বাসে কোন চিড় ধরেনি। সেটির প্রমাণ সতীর্থরা চ্যাম্পিয়ন্স লীগে দিয়েছে। রোমার বিপক্ষে আমরা সেরা পারফর্মেন্সই করেছি। এটি ধরে রাখতে পারলে জয় পেতে কোন সমস্যা হবে না আমাদের। তাই আমাদের লক্ষ্য আবারও জয়ের ধারায় ফেরা।’ লেগানেসের বিপক্ষে জয় তুলে নিতে পারলে শিরোপার আরও কাছে পৌঁছে যাবে বার্সিলোনা। তবে এখনই শিরোপা নিয়ে ভাবতে রাজি নন রাকিটিচ। দল বরং নিজেদের খেলাতেই বেশি মনোযোগী হতে চায় জানিয়ে রাকিটিচ বলেন, ‘শিরোপা নিয়ে আমরা এখনই ভাবছি না। এটি ঠিক, পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান বেশ ভাল। শিরোপা জয়ের পথে আমরা বেশ ভালভাবেই রয়েছি। তবে আমাদের লক্ষ্য প্রত্যক ম্যাচেই জয় তুলে নেয়া। শিরোপা জয়ের পাশাপাশি মৌসুম শেষে আমরা ভাল পারফর্মেন্সের প্রশংসাই সবার মুখে মুখে শুনতে চাই।’ লা লিগায় প্রথমপর্বে লেগানেসের মাঠে খেলতে নেমে ৩-০ গোলে জয় তুলে নিয়েছিল মেসি-ইনিয়েস্তারা। এবারও এ ম্যাচে স্পষ্ট ফেবারিট বার্সা। কারণ টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে লেগানেস। নিজেদের সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে তারা। তবে ঐ হারের স্মৃতি ভুলে বার্সিলোনার বিপক্ষে ভাল ফল অর্জন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন লেগানেসের মিডফিল্ডার জাভিয়ার ইরাসো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচে ভাল করার লক্ষ্য নিয়ে আমরা খেলতে নামি। বার্সিলোনার বিপক্ষেও একই পরিকল্পনা আমাদের। আশা করছি ভাল ফল নিয়ে মাঠ ছাড়তে পারব।’ বার্সিলোনা-লেগানেসের ম্যাচের দিন আরও তিনটি ম্যাচ রয়েছে। অন্য তিনটি ম্যাচে মুখোমুখি হবে আলভেস-গেটাফে, সেল্টা ভিগো-সেভিয়া এবং রিয়াল বেটিস-এইবার।
×