ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাকিব-মুস্তাফিজের নতুন শুরু

প্রকাশিত: ০৪:১৯, ৭ এপ্রিল ২০১৮

সাকিব-মুস্তাফিজের নতুন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের মিশন শুরু হচ্ছে আজ। আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে মুস্তাফিজের মিশন শুরু হয়ে যাবে। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। সেদিন হায়দরাবাদের হয়ে সাকিবের মিশন শুরু হবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন সাকিব ও মুস্তাফিজ। দু’জনই এবার নতুন দলে নিজেদের মেলে ধরবেন। কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সাত মৌসুম কাটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার খেলবেন সাকিব। দুই সিজন খেলে হায়দরাবাদ ছেড়েছেন মুস্তাফিজ। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেস সেনসেশন। একাদশে থাকলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন মুস্তাফিজ। দু’দিন পর রাজস্থান রয়্যালসকে মোকাবেলা করবে সাকিবের সানরাইজার্স। সাকিব ও মোস্তাফিজ মুখোমুখি হবেন ১২ ও ২৪ এপ্রিল। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ধাক্কা খেয়েছে অবশ্য হায়দরাবাদ। তবু দল নিয়ে আশাবাদী দলটির বোলিং কোচ মুত্তিয়া মুরলিধরন। সাকিবকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন মুরলিধরন। তিনি জানিয়েছেন, সাকিব ও রশিদ খানের মতো স্পিনারদের নিয়ে দলটি শক্তিশালী বোলিং আক্রমণ সাজাতে পেরেছে। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নশিপ জিততে হলে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সাকিব আল হাসান খুবই ধারাবাহিক বোলার। সে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি টি২০ বিশ্বকাপে অংশ নিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। সে ‘ডেথ ওভার’ ও ‘পাওয়ার প্লে’তে বল করতে পারে।’ মুস্তাফিজকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত মুম্বাই ইন্ডিয়ান্সও। শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্সের উচ্ছ্বাস, ‘বন্ধুরা, তিনি এখানে। ব্যাগভর্তি কৌশল নিয়ে হাজির হয়েছে মুস্তাফিজুর রহমান।’ দলের সঙ্গে মুস্তাফিজ যোগ দেয়ার পরই মুম্বাই ইন্ডিয়ান্স অফিসিয়াল পেজে পোস্ট করে। তাতেই বোঝা যাচ্ছে মুস্তাফিজকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে মুম্বাই ইন্ডিয়ান্সের। আর মুস্তাফিজকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘আমি মুস্তাফিজের সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’ সঙ্গে যোগ করেন, ‘মুস্তাফিজকে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, তার বোলিংয়ে প্রচুর বৈচিত্র্য রয়েছে। ও হচ্ছে এমন একজন বোলার যাকে খেলা দুরূহ। আমরা সেরকম একজনকেই আমাদের দলে চাচ্ছিলাম। ও আমাদের দলে সেই ভাবমূর্তি ও চিত্রটি নিয়ে আসতে পেরেছে। আমি তার সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’
×