ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বাস চাপায় নিহত দুই

প্রকাশিত: ০৪:৪১, ৬ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে বাস চাপায় নিহত দুই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, নগরীর ওয়াসা মোড় এবং নিউমার্কেট এলাাকায় গাড়ি চাপায় নিহত হয়েছেন মোঃ রিফাত (৩৫) এবং কবির হোসেন (২১) নামের দুজন। রাতে দুর্ঘটনায় আহত হওয়া এ দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। . কক্সবাজারে দুই এনজিও কর্মী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একটি বিদেশী এনজিওর গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলটির চালক জুবাইরুল ইসলাম চৌধুরী। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মারা যান অপর আরোহী শাকের উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরিফ নামে আরেক মোটরসাইকেল আরোহী। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। জানা গেছে, জুবাইরুল ও শাকের দুজনই বন্ধু। মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক খাদ্য সংস্থা ডব্লিওএফপিতে চাকরি করতেন তারা। মোটরসাইকেলযোগে আরেক সহকর্মী আরিফসহ তারা তিনজন সেই চাকরির বকেয়া টাকা নিতে টেকনাফে যাচ্ছিলেন। নিহত জুবাইরুল রামু উত্তর মিঠাছড়ি এলাকার রফিক আহমদের পুত্র। এ ছাড়া শাকেরের বাড়ি মহেশখালী বড় বাজার এলাকায় বলে জানা গেছে। . সিলেটে নারী স্টাফ রির্পোটার সিলেট অফিস থেকে জানান, বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী মাইক্রোবাস সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং মোহাম্মদপুর এলাকায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত মহিলা জাফলং চা বাগানের সঞ্জিত গোয়ালার স্ত্রী সন্ধ্যা গোয়ালা (৩০)। . জামালপুরে ভটভটিচালক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোঃ টিটু (২২) নামের একজন ভটভটিচালক নিহত হয়েছেন। তার বাড়ি মেলান্দহ উপজেলার শ্যামপুরের মেঘারবাড়ী গ্রামে। জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ঝিনাই সেতু এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভটভটিচালক টিটু শ্যামপুর থেকে ভটভটি চালিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঝিনাই সেতু এলাকায় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তার ভটভটি গাড়িটিকে ধাক্কা দিলে টিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। . পার্বতীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, পার্বতীপুরে বিলাইচন্ডি বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ সাদেকুল ইসলাম (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহতের পিতা মোঃ আব্দুল লতিফ। বিলাইচন্ডি মাদ্রাসা ডাঙ্গায় বাড়ি। আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজপড়ে সাদেকুল বিলাইচন্ডি বাজারে হাইওয়ের পাশের ছোট চায়ের দোকানে নাস্তা করছিলেন । এ সময় সৈয়দপুরগামী দশ চাকার পাথরবাহী খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে এ ঘটনা ঘটে । হোটেলের কারিগর লাফ দিয়ে প্রাণে বাঁচে।
×