ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ টেস্ট বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:৪১, ৩ এপ্রিল ২০১৮

ক্রাইস্টচার্চ টেস্ট বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৩৭০ বা এর বেশি রান টপকে জয়ের ঘটনা খুব বেশি নয়। ক্রাইস্টচার্চে জয়ের জন্য স্বাগতিক নিউজিল্যান্ডের লক্ষ্য ৩৮২। কাজটা অত্যন্ত কঠিন। চতুর্থ দিন শেষে ২৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪২ রান করেছে কেন উইলিয়ামসনের দল। জয়ের জন্য শেষ দিনে আজ আরও ৩৪০ রান চাই কিউইদের। মাটি কামড়ে পড়ে থাকলে ১০ উইকেট হাতে নিয়ে হয়ত ড্র করা সম্ভব। তবে ব্যাটসম্যানরা জয়ের জন্য চার্জ করলে হিতে-বিপরীতে হওয়ার সম্ভাবনাই বেশি। যেমনটা টেস্ট ক্রিকেটে হয়ে থাকে। দুই ওপেনার টম লাথাম ২৫ ও জিত রাভাল ১৭ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩০৭/১০। নিউজিল্যান্ড ২৭৮/১০। অকল্যান্ডের প্রথম টেস্টে ইনিংস ও ৪৯ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক কিউইরা। সিরিজ হারতে না চাইলে ইংলিশদের এখানে জিততেই হবে। সেই সম্ভাবনা তাদের যথেষ্টই রয়েছে। জয় দিয়ে সফর শেষের পাশাপাশি সিরিজ ড্র করতে উন্মুখ ইংলিশদের হতাশা আরও বাড়িয়েছে ক্রাইস্টচার্চের আবহাওয়া। আলোর স্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হয়ে যাওয়ায় চতুর্থ দিনে নষ্ট হয় ২৪ ওভার। কোনভাবেই নিউজিল্যান্ডের শুরুর জুটি ভাংতে পারেননি অতিথিরা। ৭৯ বলে তিনটি চারে ২৫ রানে অপরাজিত লাথাম। রাভাল খেলছেন ১৭ রান নিয়ে। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে আরও ৩৪০ রান চাই স্বাগতিকদের। হ্যাগলি ওভালে সোমবার ৩ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান জো রুট ও ডেভিড মালান পৌঁছান ফিফটিতে। ৭ চারে ৫৩ রান করা মালানকে ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙ্গেন কলিন ডি গ্র্যান্ডহোম। ১২৮ বলে ৫৪ রান করা অধিনায়ক রুটকে বিদায় করেন নিল ওয়াগনার। এরপর তেমন কোন জুটি গড়তে পারেনি অতিথিরা। তবে সবার ছোট ছোট অবদানে এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬ রান করা জনি বেয়ারস্টোকে ওয়াগনার ফিরিয়ে দিলে ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ৯৪ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ডি গ্র্যান্ডহোম। দুটি করে উইকেট নেন ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৩০৭/১০ (৯৬.৫ ওভার; কুক ২, স্টোনম্যান ৩৫, ভিন্স ১৮, রুট ৩৭, মালান ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ১০১, ব্রড ৫, উড ৫২, লিচ ১৬, এ্যান্ডারসন ০*; বোল্ট ৪/৮৭, সাউদি ৬/৬২, ডি গ্র্যান্ডহোম ০/৪৪, ওয়াগনার ০/৬৯, সোধি ০/৩১) ও দ্বিতীয় ইনিংস ৩৫২/৯ ডিক্লেঃ (১০৬.৪ ওভার; কুক ১৪, স্টোনম্যান ৬০, ভিন্স ৭৬, রুট ৫৪, মালান ৫৩, স্টোকস ১২, বেয়ারস্টো ৩৬, ব্রড ১২, উড ৯, লিচ ১৪*; বোল্ট ২/৮৯, সাউদি ১/৬৫, ডি গ্র্যান্ডহোম ৪/৯৪, ওয়েগনার ২/৫১, সোধি ০/৪৬) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৭৮/১০ (৯৩.৩ ওভার; রাভাল ৫, লাথাম ০, উইলিয়ামসন ২২, টেইলর ২, নিকোলস ০, ওয়াটলিং ৮৫, ডি গ্র্যান্ডহোম ৭২, সাউদি ৫০, সোধি ১, ওয়াগনার ২৪*, বোল্ট ১৬; এ্যান্ডারসন ৪/৭৬, ব্রড ৬/৫৪, উড ০/৬৯, লিচ ০/৫২, রুট ০/৯, স্টোকস ০/১৭) ও দ্বিতীয় ইনিংস ৪২/০ (২৩ ওভার; লক্ষ্য ৩৮২; লাথাম ২৫*, রাভাল ১৭*; এ্যান্ডারসন ০/৯, ব্রড ০/১৬, উড ০/১৩, লিচ ০/৪, রুট ০/০)। ** চতুর্থ দিন শেষে।
×