ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফারি পার্কের বাঘিনীর মৃত্যু

প্রকাশিত: ০৭:১১, ২ এপ্রিল ২০১৮

সাফারি পার্কের বাঘিনীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের এক বাঘিনীর রবিবার মৃত্যু হয়েছে। বাঘিনীটির বয়স ছিল ১৯ বছরের মতো । সাফারি পার্কের প্রকল্প পরিচালক সামসুল আজম জানান, বাঘিনীটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল রবিবার সকাল ১০টার দিকে বাঘটির মৃত্যু হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাঘটি ২০১২সালের ১৪ জানুয়ারি বাঘিনীটি সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার বেতরাশি এলাকায় শিকারিদের ফাঁদে আটকা পড়ে পেছনের ডান পা হারায়। পরে বাঘটিকে উদ্ধার করে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠান হয়। সেখান থেকে ২০১৩ সালের ২৪ মে বাঘিনীটিকে গাজীপুরের এ পার্কে স্থানান্তর করা হয়। বাঘিনীটির বয়স ছিল ১৯ বছরের মতো। প্রাকৃতিক পরিবেশে একটি বাঘ সর্বোচ্চ ১৪-১৫ বছর বাঁচে। সম্প্রতি ভাঙ্গা পা টিতে ইনফেকশন ছাড়াও বাঘিনীটি বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিল। তার যথাযথ চিকিৎসাও চলছিল।
×